Thursday 23 July 2020

যদি জীবনে কিছু পেতে চান , তাহলে নিজের পদ্ধতিকে বদলান কিন্তু নিজের ইচ্ছাকে কখনোই বদলাবেন না |আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১৩৫(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-135 (Anuprerana)]

প্রেরণা সিরিজ - ১৩৫,ANUPRERANA SERIES-135 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



আমরা হামেসাই এই কথাটা বলি -- আজকে আমার দিনটা সব থেকে ভালো কাটলো। অর্থাৎ আজকের দিনে নিশ্চয়ই আপনি এমন কিছু Achieve করেছেন, যেটা আপনি Expect করতেন না। অথবা যেটা আপনি Expect করছিলেন সেটা আপনি পেয়েছেন। কিন্তু আপনি কখনও ভেবেছেন, এই ঘটনা আমাদের খুব একটা আনন্দ দেয় না।


আমাদের সঙ্গে যেমন হয়, আমরা প্রথম জীবনে যখন একটা ভাল কাজ পাই, ঠিক পরের মুহূর্তেই এক সপ্তাহ বাদে আমাদের আনন্দটা ঠিক সেরকম থাকে না। আমরা আবার একটা Achievement এর দিকে এগিয়ে যাই, অর্থাৎ আমাদের অভিলাষগুলো পূর্ণ হয় না। অর্থাৎ নতুন চিন্তা আসে আমাদের মাথায় এবং আমরা সেটা পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাই। নতুন কিছু চিন্তা করা এবং সেটিকে বাস্তবে পরিবর্তন করার চেষ্টা করা-- এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে।ভালো করে ভেবে দেখুন, আমরা জীবনে অনেকেই অনেকবার ফেলিওর হয়েছি, তার জন্য মন খারাপ লাগে । কিন্তু আবার একটা নতুন আশা তৈরি হয় , আবার আমরা লেগে পড়ি একটা নতুন কিছু করার জন্য। ভেবে দেখুন, ছোটবেলায় যখন আপনাকে কোনো বন্ধু খেলায় নিত না, আপনি ঠিক নতুন বন্ধু খুঁজে নিয়ে আবার খেলতে শুরু করতেন। তার মানে হলো, ফেলিওর হয়েও সাকসেস পাওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে। নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও আপনার আছে। কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয়, সেই গুণটাও  আপনার মধ্যে আছে। Adjustment একেই বলে।


আপনার সমস্যা কখনোই আপনাকে থেমে পরার সংকেত দেয়না বরং সেটা আপনার লক্ষ্যের পথকে নির্দেশ করে | জীবনে এই দুই ধরনের মানুষই অসফল হয় |  এক, যে শুধু ভেবেই যায় আর কিছু করেনা এবং দুই, যে শুধু করেই যায় কিন্তু কিছু ভাবার চেষ্টাও করেনা |   ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না | যদি জীবনে কিছু পেতে চান , তাহলে নিজের পদ্ধতিকে বদলান  কিন্তু নিজের ইচ্ছাকে কখনোই বদলাবেন না |  যেটা চেয়েছেন  সেটাকে পেয়ে যাওয়াই হলো সাফল্য আর যেটা পেয়েছেন  সেটাকে ভালোবাসাই হলো প্রসন্নতা |  যদি আপনার ভীতর নতুন কিছু করার অদম্য ইচ্ছা থাকে, তাহলে দুনিয়ায় যেকোনো ইচ্ছাকেই বাস্তবে পরিনত করা অসম্ভব নয় |  সিংহও কিন্তু আগে লাফানোর জন্য সর্বপ্রথম এক পা পিছিয়ে যায়, তাই জীবন যখন আপনাকে পিছনোর চেষ্টা করবে তখন মোটেই ঘাবড়ে যাবেন না | কারণ তখন আপনার জীবন কিন্তু একদম প্রস্তুত আছে, আগে একটা উঁচু লাফ দেওয়ার জন্য |

জীবনে আপনি  কতবার হেরেছেন সেটার বাস্তবে কোনো মূল্যই নেই, কারণ আপনি এখানে জেতার জন্য তৈরী হয়েছেন ; হারার জন্য নয় | জীবনে রিস্ক নিতে কখনোই ঘাবড়াবেন না, কারণ এরফলে হয়তো আপনি  জিতবেন  আর যদি না জেতেন তাহলে আপনি এর থেকে কিছু শিখবেন  | দুনিয়ার ভয়ের জন্য আপনি  নিজের ইচ্ছায় উড়তে পারছেন  না, এই কথাটা সত্যি নয় | বরং আপনার ক্ষুদ্র চিন্তাশক্তিই আপনাকে মন খুলে ওড়ার জন্য আটকাচ্ছে | যদি আপনার হারতে ভয় লাগে তাহলে কখনোই মনে জেতার আশা রাখবেন না। যদি আপনি পেন্সিল হয়ে কারোর খুশি না লিখতে পারেন , তাহলে অন্তত রাবার হয়ে কারোর দুঃখকে দূর করুন । জীবনে ধনী এতটাই হন , যাতে কোনো মূল্যবান জিনিস কিনতে আপনাকে দুবার ভাবতেও না হয় আর মূল্যবান এতটাই হন  যাতে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও আপনাকে  কিনতে না পারে।


জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


छात्रों और बैंकरों के लिए बैंकिंग


Wednesday 22 July 2020

ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে । আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১৩৪(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-134 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১৩৪, ANUPRERANA SERIES-134 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




কিন্তু , যদি , তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই । নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই । পজিটিভ ভাবনাই পারে জীবনে সাফল্য এনে দিতে ।  নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে  যারাআজনিয়ে বাঁচে তারাই সফল হয়  দুনিয়ার সমস্ত কাজ আসলেআজ সম্পন্ন হয় । তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র  এখন নয়তো কক্ষণো নয় । প্রতিটি সময়ই মূল্যবান তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত । এগোতে  থাকো, নিজের Goal-এর পিছনে । লেগে থাকো, শুধু থেমে থেকো না। এই পৃথীবিতে  কিছু মানুষ ইতিহাস পড়ছে, ঐ বিষয়ে নম্বর পাওয়ার  জন্য। আর কিছু মানুষ ইতিহাসকে রচিত করে তার নিজ চিন্তা দিয়ে, নিজ Josh দিয়ে, পরিশ্রম আর রক্ত দিয়ে, যখন দুনিয়া শুয়ে  থাকে শান্ত হয়ে।
একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম। তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণকরে নিয়ে আসতে পার তিন জন চলে গেল জংগলে । ১ম মন্ত্রী চিন্তা করলো, রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মত জঙ্গলের ভালো ফল দিয়ে বস্তা ভরে ফিরে আসল।২য় মন্ত্রী চিন্তা করলো, রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নীচের দিকে পূর্ণ করে, উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসল।৩য় মন্ত্রী চিন্তা করলো , রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে, সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলে মরা পাতা,ঘাস, কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো।

তিন মন্ত্রী রাজার দরবারে হাজির, রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশী হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। ৩য় মন্ত্রি নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো।রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন, এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেক জনকে তিনটা আলদা আলদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোন প্রকার খাবার দেয়া যাবে না । যে কথা সেই কাজ, তিনজনকেই কারাগারে পাঠানো হোল। ১ম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফল গুলো খেয়ে কাটিয়ে দিলেন। ২য় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দিন খেতে পারলো, বাকী দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। ৩য় মন্ত্রীর বস্তায় কোন ফল ছিলোনা তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন।
এই গল্পের শিক্ষণীয় বিষয় হোলযদি আমরা ফাকি না দিয়ে সঠিক ভাবে শিখে, পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাবো তখন ভোগ করতে পারবো

 জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।