Tuesday 31 December 2019

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ ৬০ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series 60 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৬০ ,  PRERANA SERIES - 60  (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                                 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করেকরে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



যখনই  তুমি কোনো অজুহাত দেখাও তখন, তুমি তোমার নিজের সঙ্গেই প্রতারণা করছো, অন্য কারোর সঙ্গে নয়। পৃথিবীর সকলকে বদলানোর ব্যর্থ প্রয়াসের চেয়ে নিজেকে বদলে ফেলাই শ্রেয়। যে পথে লোকেরা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পরে সেই পথে তুমি শুধু এক পা এগিয়ে যাও । একটু বেশি আগ্রহ, একটু বেশি আত্মনিয়োগ-- এই পৃথিবীর মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। একটু বেশি পড়াশোনা করো , তুমি সফল ছাত্র হতে পারবে ।

 ভালো কাজের জন্য কোনো সময়ই খারাপ সময় নয়। কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য কোনো গুরুত্বপূর্ণ সময়ের আবশ্যকতা নাই। প্রতিদ্বন্ধিতাই  মানুষের সৃজনশীলতাকে উত্তেজিত করে তোলে, নতুন - নতুন উত্তর খোঁজার জন্য ব্যাকুল করে তোলে। প্রতিটি প্রতিদ্বন্দ্বিতার সাথে সাথে একটা সমাধানও উপস্থিত হয়। যতক্ষন লড়াই করতে পারবে ততক্ষণই  বেঁচে থাকবে।

সফলতা পেলে গর্ব হতে পারে কিন্তু কখনোই যেন অহংকার না হয়। অহংকার এমন সব কাজ করে যার ফলে যে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে সফল হয়েছিলে , সেই সিঁড়ি দিয়েই নিচে নেমে অসফল হয়ে যেতে পারো। অহংকারের জন্য অপরকে আঘাত করা, নিজের প্রাপ্তির আড়ম্বর করা এবং অন্যদের ছোট করার মানসিকতার সৃষ্টি হয়। তাই এই অহংকার সফলতার ঘরটার শত্রূ  এবং এটা পৃথিবীর বড় বড় লোকেদেরও ছাড়েনি। সহজ কাজের থেকে বড় কোনো ফল পাওয়া কঠিন। বড় ফল পাওয়ার জন্য যুদ্ধ করতে হবে। কখনো নিজের সাথে কখনো বা অপরের সাথে। যদি কোনো বড় কিছু করতে চাও তাহলে কাজটি করার জন্য প্রস্তুত  হয়ে যাও,  কাজটি সহজই হোক বা কঠিন হোক।

একজন মানুষ যেমন ভাবেন তাঁর জীবন তেমনি হয়।  যে দিনের শুরু একটি ইতিবাচক ভাবনা নিয়ে করেন, তার দিনটাও তাকে ঠিক তেমনি কিছু উপহার দেয়; আর যার দিনের শুরু হয় একটি নেতিবাচক ভাবনা দিয়ে , তবে তার দিনটাও নেতিবাচক কাটে। গীতায় বর্ণিত আছে যে আমরা মনুষ্য জন্ম পেয়েছি কিছু কর্মের জন্য। সবার জীবনের স্বার্থকতা থাকে তাদের সেই কর্ম সম্পাদনে। এবং সেই কর্মেই আমাদের অধিকার আছে তার ফলে নেই; তাই আমরা যখন কাজ করি তখন তার কর্মের কথাই  ভাবা উচিত ফলের কথা না।
Biography of Famous Personalities 

দূরের জিনিস দেখতে যতই সুন্দর হোক না কেন, কাছের জিনিসের থেকে বেশি মূল্যবান নয়। দুরের জিনিসটি আপনি চাইলেই যে পাবেন তার কোনো নিশ্চিন্ততা নেই, কিন্তু আপনার কাছে যে জিনিসটি রয়েছে সেটা আপনার কাছে এখনই রয়েছে তা চলে যাওয়ার কোনো রকম অবস্থা নেই। দুর্বলতা এমন একটি জিনিস যা মানুষকে তার নিজের ক্ষমতার ওপর সন্দেহপ্রবণ করে তোলে। কোনো মানুষের এভারেস্টে চড়ার ক্ষমতা থাকলেও দুর্বল চিত্ত তাকে সেই কাজ করার থেকে থামিয়ে রাখবে। তাই  কোনো মানুষের মধ্যে দুর্বলতা থাকাই তার সব থেকে বড় দোষ।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Saturday 28 December 2019

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ ৫৯ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series 59 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৫৯ ,  PRERANA SERIES - 59    (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                                 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করেকরে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



বাস্তববাদী হওয়া  খুব জরুরী , নিজের জন্যেও জরুরী এবং বাবা-মায়ের জন্যেও জরুরী ।তুমি যদি ওঁদের অশান্তির তাড়নায় নিজের জীবনটাকে নষ্ট  করো , বিশেষ করে পড়াশোনার ক্ষতি  করো তার পরিমাণ ওঁদের  পক্ষেও শুভ হবে না এবং তোমাদের পক্ষে তো শুভ হবেই না। তুমি নিজে নিজের পায়ে দাঁড়ালে তোমার যেমন মঙ্গল, ঠিক তেমনি তোমার বাবা-মায়ের মঙ্গল। বাবা-মায়েদের উচিত তাদের পছন্দ - অপছন্দ তোমাদের উপর না চাপিয়ে তোমাদের স্বাধীনতা দিতে, যাতে তোমরা নিজের সদ্ধান্ত নিজেই নিতে পারো।

পরিস্তিতি যতই প্রতিকূল থাকে, পরিবেশ  যতই জটিল হোক, নিজেকে উৎসাহিত করা এবং বিপুল উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়া নির্ভর করছে, শুধুমাত্র তোমারিই উপর। বাইরে থেকে উৎসাহ পাও বা না পাও, নিজের উৎসাহে উদ্দীপ্ত হয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলো। সাফল্যের দরজা খুলবেই খুলবে। শুধু মাথায় রাখতে হবে যে খানিক আরামের জন্য যেন মূল লক্ষ্যের থেকে বিচ্যুত না হও। 

সাফল্যলাভের সব উপাদান তোমার হাতের কাছে থাকা সত্ত্বেও সেগুলিকে কাজে লাগাবার শক্তি যদি তোমার না থাকে তাহলে কিন্তু , তোমাকে শক্তি সংরক্ষণ করতে হবে। শরীর ও মনই শক্তির উৎস । তাই সর্বদা শরীর ও মনের প্রতি যত্নবান হতে হবে । লক্ষ্যের উপযোগী কাজের পিছনেই শক্তি ব্যয় করতে হবে। 

নিজের কাছে নিজেকে সৎ রাখতে হবে এবং কথার দাম রাখতে হবে, তার কারন কথা, আচরণ ও মূল্যবোধের সামঞ্জস্যপূর্ণ  অবস্থানই নিজের ব্যাক্তিত্বের বিকাশের সহায়ক। তোমার আত্মবিশ্বাসই তোমার আত্মশ্রদ্ধার জন্ম দেবে। আত্মশ্রদ্ধার একটি প্রধান লক্ষ্য হল সর্বদা বিবেকের সমর্থন। এই বিবেক কোনো অলৌকিক ব্যাপার নয়। তুমি যে পরিবেশে মানুষ হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই বিবেক গঠিত হয়। তুমি যদি নৈতিক দিক থেকে সৎ এবং সামাজিক হতে চাও, তবে বিবেককে সেভাবে প্রস্তুত করো। এইভাবে প্রস্তুত বিবেকই  তোমাকে তোমার সৃষ্টিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে। তাই তোমার অন্তরের সঙ্গে তোমার বোঝাপড়া থাকা অবশ্যই জরুরী। সাফল্যলাভ করতে গেলে তোমার মূল্যহীন কাজে সময় ব্যয় কমিয়ে সময় সঞ্চয় করো এবং সেটা সাফল্যলাভের  জন্য ব্যয় করো। নিজের সমস্ত দায়িত্ব  নিজের কাঁধে নাও। নির্দ্দিষ্ট লক্ষ্য স্থির করে এবং নিজের সব শক্তি ও সময় নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যয় করো। এরপর দেখো তোমার জীবনে কী অবর্ননীয় অভূতপূর্ব ঘটনা ঘটে যাবে যেটা দেখে তুমি তাজ্জ্ব বনে যাবে।
BENGALI STORIES 

মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর। তুমি যতটা মূল্যবান ততটা সমালচানারও  পাত্র হবে। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না। তুমি পাহাড়ের চুড়ার মত হয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়। তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়া বেশি উপকার

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Friday 27 December 2019

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ ৫৮ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series 58 (Prerana)]


প্রেরণা সিরিজ - ৫৮ ,PRERANA SERIES - 58 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।







সাফল্য লাভ করতে গেলে তোমার লক্ষ্যের বাইরে যেসব প্রাত্যহিক খুঁটিনাটি কাজ করতে হয়, তার দায় অন্য কাউকে দাও। তুমি অবশ্যই জানো  যে, তুমি কোন কাজটা ভালোভাবে করতে পারো এবং তুমি সেই কাজেই নিজের সমস্ত শক্তি ব্যয় করো। জীবনে সফল হতে গেলে জীবনকে হতে হবে সুশৃঙ্খল এবং সংযত, অর্থাৎ যে কাজে হাত দেবে সেটা শেষ না করা পর্যন্ত থামবে না। উন্নতি করতে চাইলে বা সাফল্যলাভ করতে গেলে কিছু কিছু ঝুঁকি অবশ্যই নিতে হবে। কিন্তু সেই ঝুঁকি যুক্তিযুক্ত কিনা তা অবশ্যই বিবেচনা করতে হবে। আজীবন শেখবার  মন্ত্রই তোমার জীবনের আদর্শ হোক এবং তুমি যে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ, সেই লক্ষ্যই যারা তোমার আগে অর্জন করেছে তাদের জীবনযাত্রাও ভালোভাবে লক্ষ্য করো ও যার সঙ্গে তোমার বিন্দুমাত্রও মিল নাই , তার কাছ থেকেও কিছু শেখবার চেষ্টা করো।

প্রতিযোগিতায় শুধু জেতাটাই লক্ষ্য হওয়া উচিত নয়, শিক্ষাটাই লক্ষ্য হওয়া উচিত। একটা ব্যাপার মনে রাখা দরকার যে তোমরা সকলেই মৌলিকভাবে এক। যে বিষয়ে তুমি দুঃখ পাও সে বিষয়ে অন্যরাও দুঃখ  পায়, যে বিষয়ে তুমি আনন্দ পাও সে বিষয়ে অন্যরাও আনন্দ পায়। দুঃখ বা আনন্দের হেরফের হতে পারে, মূল ব্যাপারটা কিন্তু একই থাকে। এটা যদি তোমরা বুঝতে পারো তবে অনেক বিবাদ মিটে যাবে এবং জীবনটা অনেক সহজ হয়ে যাবে। অভিজ্ঞরা অবশ্যই অন্যের ভুল ধরিয়ে দেবে যাতে সেই ভুল সংশোধন করতে পারো। মনে রাখবে সংশোধন সৃজনাত্মক কিন্তু সমালোচনা ধ্বংসাত্মক ।

অতিমাত্রায় পরনির্ভরশীলতা তোমার আত্মশ্রদ্ধা হ্রাসে সাহায্য করবে, নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নেওয়া আত্মবিকাশের একটা বড় গুণ।এটা করার জন্য নিজের মনকে দৃঢ় করতে হবে এবং সংকল্পবদ্ধ হতে হবে। সংকল্প নেওয়ার পর অন্য লোক কে কী বলবে বা ভাববে তা নিয়ে সময় নষ্ট  না করে শুধু ভাবতে হবে নিজের গৃহীত সিদ্ধান্তকে সফল করার। দু-একবার সফলতা এলেই তোমার মনের জোর আপনা আপনিই এসে যাবে।

তোমার উচিত দোষের মধ্যে গুণ , সমস্যার মধ্যে সুযোগ এবং বিরুদ্ধতার মধ্যে পথের সত্য সন্ধান খোঁজার। যদি তোমার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তবে তুমি যে কোনো পরিস্থিতিতেই সমাধানের পথ পেয়ে যাবে।
BANKIM'S HINDUISM 


জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী। পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ। তোমার স্ত্রীর রুচি বোধকে অবমূল্যায়ণ কর না। কারণ, সে তোমাকে প্রথম পছন্দ করেছে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো। আহমকের সাথে তর্ক কর না। কারণ, মানুষ হয়ত দুজনের মাঝে পার্থক্য করতে ভূল করবে। ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়। বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই। বন্ধুত্ব একটি ছাতার ন্যায়। বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে।

"আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই"। -আলেকজান্ডার

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।