Thursday 19 December 2019

How to Improve Your Motivational Skill, Series 55 (Prerana)


প্রেরণা সিরিজ - ৫৫ ,  PRERANA SERIES - 55    (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন 
অভিবাবকদের প্রতি - ২

আপনারা এই সংসারে সব থেকে মুশকিল আর সৃষ্টিদায়ক কার্য সম্পন্ন করছেন। এই কাজটা কতটা ভালভাবে করছেন সেটার ওপরেই আপনাদের সন্তানদের সফলতা নির্ভর করছে। জানবেন যে অনুশীলনের কোনো বিকল্প নেই। পর্যালোচনা, সংরক্ষণের ভান্ডারকে সমৃদ্ধ করে। জীবনের বাঁচাটা জৈবিক না হয়ে বৌদ্ধিক হতে পারে। ছেলে-মেয়েদের অভিধানে জুড়ে দিন, শব্দকোষ  দেখতে শেখান, নিজেকে প্রকাশ করতে রোজ কিছু কিছু লিখতে অভ্যস্ত করান। দেখবেন সোনা ফেলবে। স্কুল-কলেজের প্রগতিপত্রই শেষ কথা নয়, বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্রও বাঁচার প্রকৃত রসদ নয়, এরা আবশ্যিক  কিন্তু অনিবার্য নয়। নিজের প্রিয় সন্তানদের কঠোর দুনিয়ার মোকাবিলা করার জন্য প্রস্তুত করার দায়িত্ব কেবলমাত্র আপনাদের  অর্থাৎ বাবা-মায়েদের বা অভিবাবকদের ।

সন্তানদের উপর হাত ওঠাবেন না কিন্তু যুক্তিসঙ্গত শাস্তি দিতেও সংকোচ করবেন না। সন্তানদের অযৌক্তিক চাহিদা পূরণ করবেন না, কারন তাতে তাদের পূর্ণ ও সঠিক বিকাশ হবে না, ফলে জীবনে সফল হওয়া  কঠিন হয়ে পড়বে। মনে রাখবেন আপনাদের করা কোনো কাজ  বা  কোনো কথা সন্তানদের ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলে। এমনটা কখনও মনে করবেন না যে, আপনারা সন্তানদের প্রতিটা দাবি পূরণ করলেই সন্তান আর আপনাদের সম্পর্ক আরো মজবুত হয়ে উঠবে। আসলে এটা নির্ভর করবে যে কতটা আপনাদের সন্তানদের চাহিদার প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা দ্রুত বুঝতে পারবেন।

ভিড়ে হাঁটলে স্রোতের সাথে মিশে হাটতে থাকবেন, আর আপনি ততদুরই যাবেন যতদূর ভিড় যাবে, কিন্তু আপনি যদি একা  হাঁটেন তবে আপনি যতদূর চান ততদূর যেতে পারবেন, আটকে থাকতে হবেনা। এমন অনেক সময় আসে আমাদের জীবনে যখন আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি, আমাদের পা আর এগোতে চায়না, দুর্বল মনে হয় নিজেদের, দম  বন্ধ হয়ে  আসে। জীবনের প্রতিকূলতার সম্মুখীন হতে হতে যখন আমাদের মনোবল তলানিতে এসে ঠেকে তখন আমাদের চলার পথের শেষ মাথাটা মনে পড়লে আবার নতুন উদ্যমে জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। জীবনের ঝড় ঝঞ্ঝার কমতি নেই, কখনোই খুব বেশিদিন খুব বেশিক্ষন শান্ত জীবন আমরা কেউই পাইনা, আর আমাদের জীবন আছে মানেই আমরা  কিছু না কিছু বাধার মুখে পড়ব  এবং এটাই  সম্ভাবী। কিন্তু মনে রাখতে হবে আমাদের সব বাধার সামনে বার বার দুর্বল হলে চলবে না, থেমে গেলে চলবে না সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলতে হবে. ঝঞ্ঝা মাঝে বটবৃক্ষ সম দাঁড়িয়ে থাকতে হবে, আমাদের নিজের জীবনের  নিশানী উড়িয়ে। তার জন্যেই এখানে রইল কিছু বাংলায়  বাণী যা আপনাদের দুর্বল মুহূর্তে এগিয়ে যেতে  সাহায্য করবে।
শ্রীকৃষ্ণের শেষ কটা  দিন 

"অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করবে"। – সাইরাস চিং
"যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক"। – হেনরি ফোড।
"বুদ্ধিুমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে"     -              প্লেটো।
"যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না "    -  ডঃ মুহাম্মদশহীদুল্লাহ।
"একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎচিত মুখের মধুর কথা অধিকতরসুন্দর"    -         এমার্সন।
"নিরবতা এক ধরনের অলঙ্কার  যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয় "    - হেনরীডেজন।
"বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া   "                             -     ওয়ান্ট হুইটম্যান।
"সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে"          -                 রাসকিন।
যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।― Humayun Ahmed
"ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে"।           -      স্পিনোজ
"ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা"                            -       দেকার্তে

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment