Wednesday 25 December 2019

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ ৫৭ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series 57 (Prerana)]


প্রেরণা সিরিজ - ৫৭ ,  PRERANA SERIES - 57    (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

                                                  আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন 


যথা সম্ভব প্রস্তুতি গ্রহণ করাই  হল সাফল্য লাভের  প্রথম ও প্রধান পথ। পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও ভেবে রাখতে হবে এবং কোনো কাজ ফেলে না রেখে এখনই করার মানসিক প্রস্তুতিও নিতে হবে। ভুল কখনো আনন্দদায়ক নয়, তবুও বলা যায় উন্নতির প্রথম সোপান। সফলতা চাইলে প্রাথমিক ব্যর্থতা মেনে নিয়ে, ভয় না পেয়ে, একই ভুল বারবার না করে ওই ভুল থেকে শিক্ষা নিতে হবে। সবসমই নতুন পথ খুঁজে বের করার পাশাপাশি নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে এবং এতে যদি সমস্যা দেখা দেয় তবে পূর্বসিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। লক্ষ্যপূরনের ব্যাপারে একরোখা হতে হবে, প্রয়োজনে পথ পরিবর্তন অব্শ্যই করতে পারো। সব সময় অপরপক্ষকে দায়ী না করে, নিজে কোনো মন্তব্য করার আগে অন্যের বক্তব্য মন দিয়ে শোনা  উচিত। দরকার হলে স্বেচ্ছায় পরাজয় মানতে হবে এবং জানবে এই পরাজয় তোমারি জয়। সৃষ্টিশীলতার সঙ্গে শরীর ও মনের একটা সম্পর্ক আছে।

 ক্লান্ত মন ও দেহ নিয়ে সৃষ্টিশীল জগতে  প্রবেশ করা দুরুহ ব্যাপার । তোমার মনের মধ্যে যে সৃষ্টিশীল শক্তি লুকিয়ে আছে, তাকে প্রকাশ করার জন্য একটু আত্মমগ্ন  হয়ে শিথিল হয়ে বসে কল্পনার জগতে প্রবেশ করতে হবে। সব কিছু খুঁটিয়ে লক্ষ্য করলে কার্য -কারন সম্পর্কে বোঝা যায়।কাছের মানুষের প্রতি মনোযোগী হতে হবে। লক্ষ্য পূরণের জন্য বা সাফল্যলাভের জন্য প্রয়োজনীয় তথ্য এবং জ্ঞান অবশ্যই  থাকতে হবে বা সংগ্রহ করতে হবে অন্যথায় তোমার প্রবল উৎসাহ , স্থির  লক্ষ্য , সুপরিকল্পিত কর্মপদ্ধতি, আন্তরিকতা ও আশাবাদী উদ্যোগ  থাকা সত্বেও সফল হতে অসুবিধার সম্মুখীন হবে।

 সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং তার জন্য নিচে লেখা বিষয়গুলিকে প্রাধান্য দিতে হবে--
১) সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করে জানতে ও বুঝতে হবে। 
২) এই সিদ্ধান্ত নেওয়ার আগে এর সম্পর্কিত সব তথ্য জোগাড় করতে হবে। 
৩) সিদ্ধান্ত নেবার ফলে যারা যারা এই সিদ্ধান্তের  দ্বারা প্রভাবিত হবেন তাদের প্রত্যেকের  মতামত নিতে হবে। 
৪) সবরকম বিকল্প পথের অনুসন্ধান করতে হবে এবং সর্বশ্রেষ্ট পথটি গ্রহণ করতে হবে। 
৫) কাজটি সঠিক পথে অগ্রসর হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষন করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন বা সংশোধন করার মানসিকতা রাখতে হবে।

নিজেকে নিয়ন্ত্রণ কর। তারপর অন্যকে অনুশাসন কর। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে। যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে। আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে ছায়ার মত অনুসরন করে। আলস্য ও অতিভোজের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাবে পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনঃ পুনরাবৃত্তি ঘটবে। প্রাজ্ঞ ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। রণক্ষেত্রে সহস্রযোদ্ধার ওপর বিজয়ীর চেয়ে রাগ-ক্রোধ বিজয়ী বা আত্মজয়ী বীরই বীরশ্রেষ্ঠ।
বঙ্কিম  রচনাবলী 

"অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল "।- ইউরোপ কাপানো নেপোলিয়ান
"প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না "।- জন মেকলে
"আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়"।- নর্মান মেলর
"যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক"। – ওসকার ওয়াইড।
"পৃথিবীর সুন্দরতম ও শ্রেষ্টতর সব  কিছুই স্পর্শ ও দৃষ্টির অতীত। সেগুলি হৃদয় দিয়ে অনুভব করা হয়"। – হেলেন কিলা।
"এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবি। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে"। – মহাত্মা গান্ধী।
"কোন কোনও পরাজয় জয়ের থেকে বেশি বিজয়োল্লাস কারণ হয়"। -মাইকেল ডি মনটাগনি।
"সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো"। – আলবার্ট আনিস্টাইন ।
"শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অঙ্গতাই বাঞ্চনীয়"। – ডেরেক বক।


জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment