Saturday 28 December 2019

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ ৫৯ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series 59 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৫৯ ,  PRERANA SERIES - 59    (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                                 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করেকরে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



বাস্তববাদী হওয়া  খুব জরুরী , নিজের জন্যেও জরুরী এবং বাবা-মায়ের জন্যেও জরুরী ।তুমি যদি ওঁদের অশান্তির তাড়নায় নিজের জীবনটাকে নষ্ট  করো , বিশেষ করে পড়াশোনার ক্ষতি  করো তার পরিমাণ ওঁদের  পক্ষেও শুভ হবে না এবং তোমাদের পক্ষে তো শুভ হবেই না। তুমি নিজে নিজের পায়ে দাঁড়ালে তোমার যেমন মঙ্গল, ঠিক তেমনি তোমার বাবা-মায়ের মঙ্গল। বাবা-মায়েদের উচিত তাদের পছন্দ - অপছন্দ তোমাদের উপর না চাপিয়ে তোমাদের স্বাধীনতা দিতে, যাতে তোমরা নিজের সদ্ধান্ত নিজেই নিতে পারো।

পরিস্তিতি যতই প্রতিকূল থাকে, পরিবেশ  যতই জটিল হোক, নিজেকে উৎসাহিত করা এবং বিপুল উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়া নির্ভর করছে, শুধুমাত্র তোমারিই উপর। বাইরে থেকে উৎসাহ পাও বা না পাও, নিজের উৎসাহে উদ্দীপ্ত হয়ে নিজের লক্ষ্যের দিকে ছুটে চলো। সাফল্যের দরজা খুলবেই খুলবে। শুধু মাথায় রাখতে হবে যে খানিক আরামের জন্য যেন মূল লক্ষ্যের থেকে বিচ্যুত না হও। 

সাফল্যলাভের সব উপাদান তোমার হাতের কাছে থাকা সত্ত্বেও সেগুলিকে কাজে লাগাবার শক্তি যদি তোমার না থাকে তাহলে কিন্তু , তোমাকে শক্তি সংরক্ষণ করতে হবে। শরীর ও মনই শক্তির উৎস । তাই সর্বদা শরীর ও মনের প্রতি যত্নবান হতে হবে । লক্ষ্যের উপযোগী কাজের পিছনেই শক্তি ব্যয় করতে হবে। 

নিজের কাছে নিজেকে সৎ রাখতে হবে এবং কথার দাম রাখতে হবে, তার কারন কথা, আচরণ ও মূল্যবোধের সামঞ্জস্যপূর্ণ  অবস্থানই নিজের ব্যাক্তিত্বের বিকাশের সহায়ক। তোমার আত্মবিশ্বাসই তোমার আত্মশ্রদ্ধার জন্ম দেবে। আত্মশ্রদ্ধার একটি প্রধান লক্ষ্য হল সর্বদা বিবেকের সমর্থন। এই বিবেক কোনো অলৌকিক ব্যাপার নয়। তুমি যে পরিবেশে মানুষ হয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই বিবেক গঠিত হয়। তুমি যদি নৈতিক দিক থেকে সৎ এবং সামাজিক হতে চাও, তবে বিবেককে সেভাবে প্রস্তুত করো। এইভাবে প্রস্তুত বিবেকই  তোমাকে তোমার সৃষ্টিশীলতার দিকে ঠেলে নিয়ে যাবে। তাই তোমার অন্তরের সঙ্গে তোমার বোঝাপড়া থাকা অবশ্যই জরুরী। সাফল্যলাভ করতে গেলে তোমার মূল্যহীন কাজে সময় ব্যয় কমিয়ে সময় সঞ্চয় করো এবং সেটা সাফল্যলাভের  জন্য ব্যয় করো। নিজের সমস্ত দায়িত্ব  নিজের কাঁধে নাও। নির্দ্দিষ্ট লক্ষ্য স্থির করে এবং নিজের সব শক্তি ও সময় নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যয় করো। এরপর দেখো তোমার জীবনে কী অবর্ননীয় অভূতপূর্ব ঘটনা ঘটে যাবে যেটা দেখে তুমি তাজ্জ্ব বনে যাবে।
BENGALI STORIES 

মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না। কারণ, বন্ধুত্ব স্থাপনই অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের সাথে নিজের পছন্দ মাফিক আচরণ করো না। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর। তুমি যতটা মূল্যবান ততটা সমালচানারও  পাত্র হবে। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না। তুমি পাহাড়ের চুড়ার মত হয়ো না। কারণ, এতে তুমি মানুষকে ছোট দেখবে আর মানুষও তোমাকে ছোট দেখবে। চিরকাল অন্ধকারকে গালমন্দ না করে ছোট্ট একটি বাতি জ্বালানো অনেক ভাল।শরীরকে আরামে রেখে জ্ঞানার্জন করা সম্ভব নয়। তিনটি ভাল বই একবার করে পড়ার চেয়ে একটি ভাল বই তিনবার পড়া বেশি উপকার

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment