প্রেরণা সিরিজ - ৫৬, PRERANA SERIES - 56 (Motivational
& Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
যা নেই তার জন্য কেঁদে কোনো লাভ নেই। উদ্দেশ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কেঁদে নিজের শক্তির অপচয় করার থেকে যা আছে তা নিয়ে আনন্দ করে নিজের শক্তিকে কাজে লাগাও। যদি সর্বদা জীবনের উদ্দেশ্যের পক্ষে ক্রমাগত চেষ্টা করে যাও , তাহলে জীবনে অনেক কিছুই পাবে তাতে কোনো সন্দেহ নেই। প্রকৃতি তোমাদের নিজেদের মতো করে সৃষ্টি করেছে, ঠিক যেমন সৃষ্টি করেছে ফুল, ফল, হাওয়া, রোদ ,বৃষ্টি। যুগ যুগ ধরে ফুল ফুটছে, ফল ফলছে,হাওয়া বইছে। যদি তারা ক্লান্ত না হয়, তবে তোমরাই বা ক্লান্ত কেন হবে? ক্লান্ত না হয়ে এগিয়ে যাও লক্ষ্যের দিকে। একদিন না একদিন পৌঁছে যাবেই। প্রত্যেক মানুষেরই জয়ী হবার ইচ্ছা আছে কিন্তু খুব কম লোকের জয়ের জন্য প্রস্তুতি নেওয়ার ইচ্ছা আছে। তোমরা ছুটি কাটাবার জন্য যত পরিকল্পনা কর, ঠিক ততটা জীবন সম্পর্কে করো না। জীবন এত দীর্ঘ নয় যে, কেবলমাত্র নিজের ভুল থেকে শিক্ষা নিলেই হবে, অন্যের ভুল থেকেও শিক্ষা নিতে হবে।
প্রত্যেক ব্যক্তিই সফল হওয়ার আগে বহুবার ব্যর্থ হন। যদি তারা এই ব্যার্থতাকে মাথায় রাখতেন তবে তারা কখনোই সফল হতে পারতেন না। লোকেরা তোমার সম্পর্কে কি কথা বলছে, পূর্বে তুমি কি ভুল করেছিলে, অন্যেরা তোমার কার্যক্ষমতা সম্পর্কে কি ভাবছে, এইসব কথা চিন্তা করে নিজের চলার পথ রুদ্ধ করে রাখবে না। উন্নতি করতে হলে যন্ত্রনাও ভোগ করতে হবে; হাসিমুখে ঐ যন্ত্রনকে ছাপিয়ে যাবে।
নিজের দায়িত্ব নিজেই নেওয়া উচিত। এই ক্ষমতা মানুষের মধ্যে লুপ্ত অবস্থায় থাকে, তাকে জাগানো তোমার কাজ। কার দোষ না ভেবে, সময় নষ্ট না করে সমস্যাকে বুঝতে ও সমাধান করার চেষ্টা করার পাশাপাশি নিজেকে অসহায় ভাববে না বরং অন্য বিকল্প পথের সন্ধান করো। তোমার লক্ষ্যে পৌঁছবার চেষ্টা তোমাকেই করতে হবে। তোমার সমস্ত কাজ তোমার জীবনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া ` বাঞ্ছনীয়। তোমার সামর্থ্য , শক্তি ও সময় তোমার লক্ষ্যপূর্নের জন্য ব্যয় করা উচিত। নিজের ক্ষমতার উপর সম্পূর্ণ আস্থা রেখার বাস্তব স্বপ্ন দেখো এবং মনেপ্রাণে সাফল্যলাভের কল্পনা করো।
“যে মানব সন্তান ক্ষুদ্র কামনা জয় করতে পারে সে বৃহৎ কামনাও জয় করতে পারে।”― Humayun Ahmed
![]() |
ATTITUDE |
“আমরা
আমাদের ব্যবসায়
ইনভেস্ট করি
টাকাপয়সা। কিন্তু
আমরা খেয়াল
করে দেখি
না যে
আমাদের জীবনও
একটি ব্যবসার
মতো। এতে
লাভ বা
ক্ষতি রয়েছে।
কিন্তু এই
ব্যবসার মূলধন
কিন্তু টাকাপয়সা নয়। জীবনের যে ব্যবসা তাতে
মূলধন হলো
সময়। আমাদের
প্রত্যেককে কিছু
সময় পৃথিবীতে মূলধন
হিসেবে দেওয়া
হয়েছে। এই
মূলধনকে কাজে
লাগিয়ে আমাদের
এ ব্যবসায় লাভবান হতে হবে।” ― Asif Shibgat Bhuiyan
“একটা
ভুল মানুষকে
হয়তো অনেক
কাঁদায়, কিন্তু
মনে রাখতে
হবে জীবনে
এমন কিছু
ভুল আছে
যা ভবিষ্যতে হাজারটা
ভুল থেকে বাঁচায়”।” ― রেদোয়ান মাসুদ
“জীবন
চলার পথে
বাঁধা আসতেই
পারে তাই
বলে থেমে
যাওয়ার কোন
অবকাশ নেই,
যেখানে বাঁধা
আসবে সেখান
থেকেই আবার
শুরু করতে
হবে।”― রেদোয়ান মাসুদ
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই পিকেআর নেট ব্লগ - এর পক্ষ থেকে |
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
No comments:
Post a Comment