প্রেরণা সিরিজ - ৩৫ , PRERANA SERIES - 35 (Motivational &
Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
![]() |
Visit My Website |
বুদ্ধি ও জ্ঞানের মধ্যে সম্বন্ধ কী, এটা বোঝা দরকার। বুদ্ধি হল শেখবার বা জানবার ক্ষমতা আর সেই ক্ষমতাকেই ব্যবহার করে যা অর্জন করা যায় তাই হল জ্ঞান। তাই বুদ্ধি হল সম্ভাবনা আর জ্ঞান হল বাস্তব। জ্ঞান অর্জনের জন্য সুযোগ দরকার এবং যিনি জ্ঞান অর্জন করবেন তার মধ্যে জ্ঞান লাভের ইচ্ছা দরকার। কেউ জ্ঞান অর্জন করেনি , এর মানে এই নয় যে ওদের জ্ঞান অর্জনের ক্ষমতা ছিল না। প্রতিভা জন্মগত না থাকলে তা অবশ্যই নিজ নিজ অধ্যায়বসায় ,অসম্ভব একাগ্রতা,পরিকল্পনা এবং মনের জেদ দ্বারা অর্জন করা যায়।
তোমার কতখানি বুদ্ধি বা মেধা আছে সেটা গুরুত্বপূর্ণ ঠিকই কিন্তু খুব গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল তুমি তোমার বুদ্ধি বা মেধাকে কিভাবে ব্যাবহার করছো ,কতটা ব্যবহার করছো এবং পুরোপুরি ব্যবহার করতে পারছো কিনা। যে চিন্তাধারা বা কল্পনাশক্তি তোমার বুদ্ধিবৃত্তির প্রধান চালিকাশক্তি তার নিয়ন্ত্রণ রাখা এবং য্থায্থ ব্যবহার করা ভীষণ জরুরি।
বুদ্ধির নানান সংগা পাওয়া যায়। বিভিন্নজনে বুদ্ধিকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, যেমন-
- শেখার ক্ষমতাকেই বুদ্ধি বলে।
- বোধশক্তিকে কাজে লাগানোকেই বুদ্ধি বলে।
- পরিবেশ বা নতুন অবস্থার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাকেই বুদ্ধি বলে।
- পরীক্ষায় যে ক্ষমতা বা যোগ্যতা ধারা পরে , তাকেই বুদ্ধি বলে।
- যোগ্যতা, দক্ষতা,কুশলতাকেই বুদ্ধি বলে।
- অনুশীলিত এবং পরিশীলিত শিক্ষাই বুদ্ধি।
- আজন্ম গুন্ নয়, শিক্ষার দক্ষতা বা দক্ষতার শিক্ষাই বুদ্ধি।
- বুদ্ধি একটা ক্রিয়াশীলতার নাম, এটা একটা মানসিক প্রকরণ ।
- বুদ্ধি মানে স্মৃতিশক্তি।
RICH DAD
আসলে বুদ্ধির যথার্থ ব্যবহারই হল সঠিক বুদ্ধি। বুদ্ধির কাঙ্খিত রূপ হল সেটাই যা শুধু ভালো দিক প্রকাশ করে কিন্তু বুদ্ধির প্রকাশ বিপথেও হাতে পারে। নিজের বুদ্ধিকে কখনোই ছোট করে দেখবে না বা কখনোই খুব বড় করেও দেখাবে না। মনে রাখতে হবে সকলেরই কম-বেশি বুদ্ধি আছে এবং যেটুকু বুদ্ধি আছে তাই জীবনে সফল হওয়ার পক্ষে যথেষ্ট । তাই প্রতিদিন এটা স্মরণে রাখতে হবে যে , বুদ্ধি যা আছে তার সদুপ্রয়োগ করতে হবে। মুখস্থ করার থেকে নিজস্ব চিন্তা-ভাবনা করার প্রয়োজনীয়তা অনেক বেশি। নতুন নতুন ভাবতে হবে এবং নিজের মানসিক ক্ষমতা বা বুদ্ধির প্রয়োগ করে সৃষ্টিশীল হতে হবে।
“আপনি যদি গরীব হয়ে জন্মান তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু গরীব থেকেই মারা যান, তাহলে সেটা আপনার দোষ” – Bill Gates
“জীবনে সবচেয়ে বড় খুশি সেই কাজকে করতে লাগে, যেই কাজকে দেখে লোকে বলে – তুমি এটা কখনোই করতে পারবে না”
“সফল হতে গেলে পরিশ্রম করো কিন্তু কখনোই কোনো শর্টকাটের সাহায্য নিওনা”
“বিচলিত মন কখনোই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবেনা, তাই মনকে আগে শান্ত এবং একাগ্র করতে শেখো , তারপরই জীবনে সাফল্যের কথা ভাবো ”
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
No comments:
Post a Comment