Sunday 18 August 2019

How to Improve Your Motivational Skill, Series 15 (Prerana)

প্রেরণা সিরিজ ১৫, PRERANA SERIES - 15 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।

                       আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে  বাকি  অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে  শেয়ারটা  মনে  করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 

                      নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

                                    পরিকল্পনা ও অনুশীলনই হল প্রস্তুতি, আর সেটাই তৈরী  করে আত্মবিশ্বাস। প্রস্তুতি না থাকলে মনের উপর চাপ বাড়বে। প্রস্তুতির ফলেই কেবল প্রতিযোগিতায় প্রাধান্য পাওয়া যায়। মনে রাখতে হবে যে প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। একই মেধা, একই যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো দেখবে যে তোমার বন্ধু সাফল্যলাভ করেছে। তোমার মনে প্রশ্ন আসতেই পারে , তোমার ঘাটতি কিসে? এক্ষেত্রে সঠিক ভাবে বিশ্লেষণ করলে দেখতে পাবে যে তোমার বন্ধুর জেদ , একাগ্রতা এবং কঠোর অনুশীলনই তাকে তোমার থেকে এগিয়ে দিয়েছে। অল্পেতেই হতাশ না হয়ে, একবার না পারলে হাল না ছেড়ে দিয়ে কঠোর অনুশীলনের মধ্যে নিজেকে রাখলে দেখবে যে একদিন তুমিও তোমার বন্ধুর মতো সাফল্য পেয়ছো।

                                    মানুষের মধ্যে অসীম ক্ষমতা লুপ্ত অবস্থায় থাকে, এই ক্ষমতাকে জাগ্রত করা নিজস্ব সাধনা। লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা নিজেকেই করতে হবে, তাই নিজের সমস্ত কাজি নিজের জীবনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় বাঞ্ছনীয়। নিজের ক্ষমতার উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে এবং মনেপ্রাণে কল্পনা করতে হবে যে আমি সাফল্য লাভ করবোই করব। অনুমান ভিত্তিক সিদ্ধান্ত সর্বদাই ত্যাজ্য। কোনো কাজে সফল হতে গালে সে বিষয়ে যথাসাধ্য তথ্য জানতে হবে। জ্ঞান ও তথ্য শক্তির উৎস। নিজেকে, নিজের সময়কে, নিজের সব কাজকর্মকে একটা কঠোর শৃঙ্খলার মধ্যে আন্তে হবে। নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত কিন্তু ঐ সিদ্ধান্ত যাদের উপর প্রভাব ফেলবে বা ফেলতে পারে তাদের মতামত অবশ্যই নেওয়া উচিত। সঠিক বলে প্রমান না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তই গ্রহণ করা উচিত নয়। যখনই যে কাজ শুরু করা হোক না কেন, তা ভালো ফল পাবার আশা নিয়েই করতে হবে এবং কাজটি সঠিক পথে অগ্রসর হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে --- আবেগপ্রবণ হঠকারিতাকে নিয়ন্ত্রণ করতে হবে। 
REASONING

তোমার প্রতিভা কোথায় পাবে ? তুমি এটি তোমার শখগুলিতে খুঁজে পেতে পারো। তুমি  কিছু প্রাকৃতিক উপহার নিয়ে জন্মগ্রহণ করতে পারো । তুমি শিক্ষার সময় অর্জিত তোমার দক্ষতায় তোমার প্রতিভা খুঁজে পেতে পারো। এটি লিখন, বক্তৃতা, প্রোগ্রামিং, ডিজাইনিং, চিত্রকলা, গান বা পরিচালনা বা কর্মচারী বা গ্রাহকের আকারে হতে পারে। এটি বাড়ির সাজসজ্জা বা রান্না করা হতে পারে। কখনও কখনও আমরা কেবল আমাদের প্রতিভা উপেক্ষা করি কারণ এটি আমাদের কাছে একটি সাধারণ জিনিস বলে মনে হয়। 
গৃহকর্মী হিসাবে উদাহরণস্বরূপ, তুমি তোমার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো। তুমি  জানো যে তুমি ভাল রান্না করো এবং এটি করা তোমার পছন্দ  অতএব, তুমি নিজেকে জিজ্ঞাসা করতে পারো , "এটি কীভাবে প্রতিভা হতে পারে? এটি আমার নিয়মিত কাজ এবং আমার মতো প্রতিটি গৃহকর্মী এটি করছেন ”। যদি কেউ তোমাকে  জিজ্ঞাসা করে, তোমার প্রতিভা কি? এটিকে গর্বের সাথে বলো যে, "আমি ভাল রান্না করতে পারি"। তুমি  যদি তোমার প্রতিভার প্রশংসা করো তবে তুমি এটিকে বিকশিত করার জন্য একটি নতুন দিক খুলে দেবে। তুমি কখনই জানো না যে এটি তোমাকে তোমার জীবনে কোথায় নিয়ে যেতে পারে। 
                                   স্যার টমাস ফওয়েল বুক্সটন বলেছিলেন "সাধারণ প্রতিভা এবং অসাধারণ অধ্যবসায় দিয়ে, সমস্ত কিছু অর্জনযোগ্য”।যদি তুমি তোমার পড়াশোনা শেষ করে থাক  এবং এখনও তোমার প্রতিভা জানো  না, তুমি  খুব দেরী করে ফেলছো। তুমি  যদি ব্যবসা করছো  বা চাকরি করছো  এবং তোমার প্রতিভা জানো  না, তুমি  নিজেকে বোকা বানাচ্ছো। তোমার জীবনের এক তৃতীয়াংশ ইতিমধ্যে কেটে গেছে , তাই প্রতিভাকে চিনতে শেখ।

জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে উন্নত করা উচিত; যদি আমরা নিজেদেরকে উন্নত করা বন্ধ করে ফেলি তাহলে আমরা একই জায়গায় আটকে থাকবো, তাই যে যত নিজেকে উন্নত করবে সে ততই জীবনে এগিয়েও যাবে
“Give Up করার মানে কিন্তু সবসময় এটা না যে আপনি খুব দুর্বল প্রকৃতির, এর মানে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে সেইসব ছেড়ে দিয়ে আগে অগ্রসর হতে চায়
যতক্ষণ আপনি অন্যদের; নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতি গুলিকে দূর করতে একদমই পারবেন না
সফলতার উৎযাপন করা ভালো, তবে ব্যর্থতার দিকেও নজর দিতে হবে” – Bill Gates
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |

এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।

এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 

পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |

No comments:

Post a Comment