প্রেরণা সিরিজ - ২১, PRERANA SERIES - 21 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
দৃঢ় বিশ্বাস থেকেই অঙ্গীকারবদ্ধতার সৃষ্টি হয়। লক্ষ্য স্থির এবং ঐ লক্ষ্যে পৌঁছাবার পরিকল্পনা করতে হবে। বছরের পর বছর চেষ্টার পরই এই মনোভাব অর্জন করা যায়। তোমার আশা যদি আকাশ কুসুম না হয় , যদি ইতিবাচক মনোভাবের সঙ্গে উদ্যম ও উদ্যোগ যুক্ত হয়, তবেই তুমি লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। সফল হবোই , এই মনোভাব নিয়েই অগ্রসর হতে হবে। অপরকে অবশ্যই সাহায্য করবে কিন্তু নিজের স্বার্থকে অগ্রাহ্য করে নয়। তোমাকে নির্ভয় হতে হবে এবং দৃঢ় সংকল্প রাখতে হবে যে, চেষ্টা করলেই তুমি পারবে। আশাবাদী হতে হবে এবং আশেপাশের লোককে বিশ্বাস করতে হবে। প্রসঙ্গত বলা যায় যে ডাঃ আমেন এক চীনা পিয়ানো বাদকের কথা উল্লেখ করেছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের সময় তাকে সাত বছরের জন্য বন্দী করে রাখা হয়েছিল। মুক্তিলাভের পর দেখা গিয়েছিলো তাঁর দক্ষতা নামমাত্র হ্রাস পায় নি। শিল্পী ব্যখ্যা দেন যে তিনি প্রতিদিন মনে মনে পিয়ানো বাজানোর অভ্যাস করতেন। তাই তুমি যা হতে চাও তা কল্পনা কর এবং একান্ত মনে চিন্তা কর। কিন্তু কখনোই কল্পনা বিলাসী হয়ো না। যে ধাপে ধাপে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাও তা কল্পনায় দেখ। এটা ধৈর্য্য ধরে অভ্যাস করতে পারলে তুমি অবিশ্বাস্য ভাবে এগিয়ে যেতে পারবে। উড্রো উইলসন বলেছিলেন," যে লক্ষ্য শেষ পর্য্ন্ত ব্যর্থ হবে , সেই লক্ষ্যে প্রাথমিকভাবে সফল হওয়ার থেকে, যে লক্ষ্য শেষ পর্যন্ত সফল হবে, সেই লক্ষ্যে প্রাথমিকভাবে ব্যর্থ হওয়াকে আমি বাঞ্ছনীয় বলে মনে করি"।
![]() |
ALCHEMIST |
জীবনে সাফল্য পেতে হলে নিচে দেওয়া দশটি নিয়ম মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করতে সচেষ্ট হতে হবে।
ক) প্রতিশ্রুতিবদ্ধ হও সাফল্য পাওয়ার জন্য এবং সব সময় আবেগপ্রবণ হও ঐ সাফল্য পাওয়ার জন্য। যদি কারও জ্ঞান , দক্ষতা ও সক্ষমতা কম থাকে তাহলেও, সেও সাফল্য পেতে পারে শুধু পুরোদস্তুর দৃঢ় সংকল্পের মাধ্যমে। সাফল্য = বিশ্বাস + প্রচেষ্টা ।
খ) যারা তোমাকে তোমার সাফল্য পেতে সাহায্য করেছে তাদের সাথে তুমি তোমার সাফল্যের আনন্দ ভাগ করে নাও।
গ) নিজের এবং অন্যের স্বপ্ন সার্থক করার জন্য নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করতে হবে।
ঘ) অন্যের সাথে আদানপ্রদান বা বার্তা বিনিময় করতে হবে যাতে তুমি তাদের বোঝাতে পারো যে তুমি তাদের প্রতি যত্নবান।
ঙ ) সফল ব্যক্তিদের এবং সাফল্য লাভের প্রচেষ্টাকারীদের প্রশংসা করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে।
চ) নিজের এবং অন্যের সুসম্পন্ন করা সাফল্যের ঘটনা উৎযাপন করতে হবে যাতে তোমার নিজের এবং অন্যের উপর এর ইতিবাচক প্রভাব পরে।
ছ) অন্যের কথা ধৈর্য্য ধরে শুনতে হবে এবং তাদের ধারণা থেকে শিক্ষা নিতে হবে।
জ) নিজের এবং অন্যের আশাকে ছাপিয়ে যেতে হবে।
ঝ ) নিজের খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সৌভাগ্য বা সাফল্যের জন্য সঞ্চয় করতে হবে ।
ঞ) স্রোতের প্রতিকূলে সাঁতার কাটতে শেখ,অন্যরকম কিছু কর এবং বিরাজমান অবস্থার পরিবর্তনে সচেষ্ট হও ।
“স্বর্গে যাবো বলে ধার্মিক হওয়া, ভবিষ্যতে সম্পদশালী হবো বলে সৎ হওয়া আর অন্যের উপকার পাবো বলে উপর করার নাম ধর্ম নয় স্বার্থ সেবা” – Dwijendralal Ray
“দিতে যে পারেনা, পাওয়া তার ঘটেনা” – Thakur Anukul Chandra
“জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক, আমি প্রয়োজন বোধ করি না | আমি এক গভীরভাবে অচল মানুষ; হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে” – Jibanananda Das
“বাসনে
জমে থাকা জল, সর্বদা চকচক করে কিন্তু সমুদ্রের জল সর্বদা ঘন রঙের (অস্পষ্ট) হয় | লঘু সত্যের শব্দ সর্বদা স্পষ্ট হয়ে থাকে, মহান সত্য সর্বদা মৌন অবস্থায় থাকে” –Rabindranath Tagore
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
No comments:
Post a Comment