প্রেরণা সিরিজ - ১৮, PRERANA SERIES - 18 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
যে পরীক্ষায় ভালো , তারই কেবল ভালো হয় , সেটা ভুল। বিশ্বখ্যাত চিত্রকর পাবলো পিকাসো কিংবা আইপড আবিষ্কর্তা স্টিভ জোবস , এঁরা কিন্তু পড়াশোনায় বেশ খারাপ ছিলেন। তুমি যদি তোমার নিজের ধার্য করা মাপকাঠি ছুঁতে পার তাহলে সেটাই হবে তোমার সাফল্য। সাফল্যের কোনো বাঁধাধরা ছক বা পথ নেই , শুধু যেটা আছে সেটা হল সামনের দিকে এগিয়ে যাওয়া, যদিও এগিয়ে যাওয়ার পথ সব সময় মসৃণ নাও হতে পারে। সাফল্য আসলে মনের ব্যাপার-এটা একটা মানসিক অবস্থা। যেদিন তুমি সফল হবে সেদিন তোমার মনই তোমাকে জানিয়ে দেবে। অর্থ, খ্যাতি এগুলো কোনোটাই সাফল্য নয়, এগুলি কেবলমাত্র সফলতার পিছু পিছু আসে।
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
তোমাদের পছন্দ অপছন্দ আছে, আর আছে মূল্যবোধ -- কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক, কোনটা ভুল আর কোনটা ঠিক তা তোমাদের বিলক্ষণ জানা আছে। তাই তোমাদের জীবনে তোমাদের ব্যক্তিত্বের প্রতিফলন অবশ্যই থাকা উচিত। নিজের ব্যক্তিত্বের বিপরীতের কোনো পেশা-- সমাজের চোখে, মা-বাবার চোখে বা আত্মীয়দের চোখে যত আকর্ষণীয় হোক না কেন-- তোমায় সফল করতে পারবে না। কারন সেই পেশা তোমায় আর্থিক সুবিধা দিলেও আনন্দ দিতে পারবে না। জর্জ বার্ণাড শ বলেছিলেন, " জীবনে যা হল বা যা হল না , সব কিছুর জন্যই অনেকেই পরিস্থিতিকেই দায়ি করেন। কিন্তু মানুষ মাত্রেই পরিস্থিতির দাস একথা আমি বিশ্বাস করি না। এই দুনিয়ায় যাঁরা সফল -- তাঁরা পছন্দের পরিস্থিতিটি খুঁজে নেন, আর পছন্দের পরিস্থিতি না খুঁজে পেলে নিজেরাই তা তৈরী করে নেন"।
![]() |
YEAR BOOK |
জেনেো রেখো, বাড়ির কাজের লোক চলে গেলে আর একটা কাজের লোক পাওয়া যত কঠিন তার চাইতে অনেক সহজেই একজন শিক্ষিত যুবক এদেশ পাওয়া যায়। তাই তুমি যদি কিছু অর্জন করতে চাও বা কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাও তাহলে তোমাকে আত্মপ্রত্যায় ও বিশ্বাসের সাথে নিষ্ঠা ভরে সমস্ত বাধাবিপত্তি পার করে তোমার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তোমার লক্ষ্য তোমাকে প্রেরণা যোগাবে, আর পরিশ্রম একটু একটু করে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।
পড়া চালিয়ে যাও, এটি নিখুঁত না হলেও ঠিক আছে। আমরা একটি সাক্ষাত্কারে গিয়েছিলাম, তবে এটি ভাল হয়নি। আমরা ছুটির ট্রিপ থেকে ঠিক ফিরে এসেছি, তবে এক্সপ্লোর করার জন্য কয়েকটি জিনিস বাকি রয়েছে। এটি নিখুঁত না হলে ঠিক আছে। জীবন উত্তেজনাপূর্ণ, কারণ এটি অনির্দিষ্ট । স্থায়ী সুখের গোপনীয়তা হল ভ্রমণটি উপভোগ করা এবং শেখা কখনই বন্ধ না করা । যেমনটি ইউজিন ডেলাক্রোকস বলেছিলেন, "যে শিল্পী সর্বকিছুর মধ্যে নিখুঁততার লক্ষ্য রাখেন,তিনি এটিকে কিছুতেই অর্জন করেন না"।অতএব, তোমার নিখুঁত না গাওয়া হলেও, এটি ঠিক আছে। তুমি যদি পুরোপুরি না খেল তবে তাও ঠিক আছে। এটা তোমায় বুঝতে হবে যে তুমি সব কিছুতে শ্রেষ্ঠ হতে পারো না। তুমি যতক্ষণ পছন্দ করো ততক্ষণ এটি চালিয়ে যাও । চলতে থাকো এবং উপভোগ করো । লিও টলস্টয় বলেছিলেন "আপনি যদি নিখুঁততার সন্ধান করেন তবে আপনি কখনই সন্তুষ্ট হতে পারবেন না” "
“যদি পরিবর্তন আনার জন্য আমরা অন্যের উপর ভরসা করে থাকি তাহলে কখনোই পরিবর্তন আসবেনা, সেটা করার জন্য আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে” -:Barack Obama
“কখনোই নিজের সাফল্যের কথা নিজে ব্যাখ্যা করবেন না”-: Barack Obama
“আপনি যদি কোনো কিছু ভালোভাবে না করতে পারেন, অন্তত চেষ্টা করুন” – Bill Gates
“সাফল্য অথবা অসাফল্য এই দুটো অবস্থাতেই, মানুষ তোমাকে নিয়ে চর্চা করবেই | সাফল্য পেলে প্রেরণার আকারে আর অসাফল্য পেলে শিক্ষার আকারে”
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
No comments:
Post a Comment