Tuesday 27 August 2019

How to Improve Your Motivational Skill, Series 22 (Prerana)

প্রেরণা সিরিজ - ২২, PRERANA SERIES - 22  (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




                                                           হঠাৎ কোনো লক্ষ্য স্থির করা যায় না। এরজন্য আগে থেকেই প্রস্তুতি দরকার। ইচ্ছাশক্তিকে বাড়িয়ে তোলো। কখনোই অজুহাত দেবে না। কখনোই বলবে না , "আমার দ্বারা এইকাজ সম্ভব নয়। এই কাজ করার মত ক্ষমতা আমার নেই"। নিজের লক্ষ্য স্থির রেখে পড়ায় মনোযোগী হও  এবং ইচ্ছাশক্তিকে প্রবল করো। দেখবে একটা অদ্ভুত পরিবর্তন হতে শুরু করেছে। তোমার মানসিক ক্ষমতা বেড়ে গিয়ে তুমি জীবনে সাফল্য পেতে শুরু করবে।
                                                     সাফল্যের স্তরে নিজেকে নিজে টেনে তোলা যায় না। যারা তোমার পাশে এবং নিচে আছে তারাই তোমাকে টেনে তুলবে, অর্থাৎ সাফল্যের জন্য চাই অন্যদের সমর্থন ও সহযোগিতা। আর এই সহযোগিতা এবং সমর্থন পাওয়ার জন্য মন শান্ত করার ক্ষমতা দরকার। অন্যদের যদি নিজের স্বপক্ষে কাজ করাতে চাও তাহলে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাকে দেখতে হবে। অন্যদের মতো ভাবনা-চিন্তা করলে  তাদের প্রভাবিত করা অনেক সহজ হবে। যে কোনো ক্ষেত্রে সফল মানুষ,নিজের সঙ্গে আলাপ আলোচনা করার সময় হাতে রাখেন। এই একাকীত্ব তাঁরা উন্নতমানের চিন্তাভাবনা করার জন্য এবং  বিশেষভাবে  মনোনিবেশ করার জন্য ব্যয় করেন । 
         
BEYOND 2020 
                 সাফল্য লাভ করতে হলে চাই প্রবল জেদ। মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে তোলে। আমরা সকলেই সাফল্য লাভ করতে পারি। জীবনে বহু দুঃখ কষ্ট সহ্য করে অর্জিত অধিকারই  হলো --সাফল্য। চেতনার জাগরণই সাফল্যের মূল চাবিকাঠি। নিজের অধিকারই নিজের সাফল্যের পথ। অধিকার অর্জন করতে হবে আর তাতেই আসবে সাফল্য। নিজের গুনের দ্বারা অধিকৃত বস্তু আনন্দদায়ক। নৈতিক মূল্যবোধই সাফল্যের চাবিকাঠি। পারস্পরিক মর্যাদাও, সাফল্যের অন্যতম মূল শর্ত। 
                           লক্ষ্য সামর্থ্যের বাইরে হলে তা হবে হতাশাব্যঞ্জক । চিন্তার সীমাবদ্ধতা বড় করতে হবে। মনকে এক লক্ষ্যে ধরে রাখা দরকার। মনকে সর্বদা খুশি রাখতে হবে এবং মন যে কাজ করে উন্নতি লাভ করতে চায় সে দিকেই নিয়ে যেতে হবে। ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। জড়তা ত্যাগ করে কাজে নেমে পড়তে হবে। কথার দাম রাখতে হবে এবং বিশ্বাসের মূল্য দিতে হবে। নিজের কাজকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যে কাজে তোমার ঝোঁক আছে সেটাকে গুরুত্ব দাও।  কাজটা নিয়ে চিন্তা করো। কাজটা আরো ভালোভাবে করতে তোমার মনই তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। নিজের চিন্তাশক্তির বিকাশ ঘটাও ,দেখবে সেরা ফল পাবে।

                                                               আমাদের মধ্যে বেশিরভাগ লোকজনই অর্থ এবং খ্যাতি অর্জন করে সফল হতে চান। কখনও কখনও আমরা জীবনের প্রায় সমস্ত কিছুই অর্জন করি কিন্তু তবুও খুঁজে পাই যে কিছু অনুপস্থিত। আমাদের জীবন যখন বাহ্যিক পুরষ্কারে পূর্ণ হয় তখন আমরা উপলব্ধি করি যে  জীবনে অভ্যন্তরীণ পুরষ্কারেরই বেশি প্রয়োজন । যদি তোমার পেশাটি মূলত বাহ্যিক উদ্দীপনা দ্বারা অনুপ্রাণিত হয় তবে তুমি  আজীবন সন্তুষ্টি অর্জনের জন্য সংগ্রাম করবে। জীবনে যা কিছু করো না কেন, প্রথমে নিজের জন্য করো। তুমি  জানো  কি তোমাকে  খুশি করে এবং এও জানো যে তোমার  হৃদয়ের কাছাকাছি কোনটা। সর্বদা তোমার  হৃদয়কে  অনুসরণ করো। তুমি  যা করছো তা  যদি তুমি  না ভালবাসো   তাহলে তুমি  কেবল নিজের জীবন অপচয় করছ।

আমরা সর্বদাই আগামী দুবছরে যা ঘটবে সেগুলিকে বেশি গুরুত্ব দিই, আর আগামী দশ বছরে যা ঘটতে চলেছে তাকে অবহেলা করি | কখনোই নিজেকে অবহেলা করবেন না” – Bill Gates
জীবনকে বদলানোর জন্য যুদ্ধ করতে হবে কিন্তু এটাকে সহজ করার জন্য শুধু বুঝতে হবে
জীবনকে যদি বুঝতে চাও তাহলে নিজের অতীতকে দেখো আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে নিজের বর্তমানকে দেখো
জীবনে সফল হও কিংবা অসফল, ধনী হও কিংবা গরীব; কোনো না কোনো  মানুষ তোমার নামে সমালোচনা করতে সর্বদা মুখরিত থাকবেই | তাই কে কী বললো তাতে বেশি কান না দিয়ে নিজের কাজ করে যাও,আর নিজের জীবনকে অনবরত সুন্দর এবং সহজ বানাতে থাকো
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |


No comments:

Post a Comment