Sunday 25 August 2019

How to Improve Your Motivational Skill, Series 20 (Prerana)

প্রেরণা সিরিজ - ২০, PRERANA SERIES - 20  (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।

                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 

                      নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




                                                স্বনির্ভরতা , সুনির্দ্দিষ্ট চিন্তার ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে সাফল্যের জন্য অবিচ্ছিন্ন প্রয়াস জারি রাখতে হবে। নিরন্তর উদ্যম, চারিত্রিক দৃঢ়তা , নিজ শক্তিতে আস্থা রাখার সাথে সাথে কখনোই হতাশ হবে না। থামাই  মৃত্যু। সমাপ্তি অর্থই অবসাদ। তাই একটা লক্ষ্য পূর্ণ হতে না হতেই মনের কাছে অন্য একটি লক্ষ্য তুলে  ধরতে হবে। আনন্দ আরম্ভ হয়েছিল যেদিন তুমি সাফল্যের জন্য সংগ্রাম শুরু করেছিলে, আনন্দ প্রবাহ চলছিল যতদিন তুমি সংগ্রাম চালিয়ে যাচ্ছিল আর আনন্দের সমাপ্তি হল যখন তুমি সাফল্য পেলে তার কিছুদিন পর। তাই একটি সাফল্যে পৌঁছনোর পরপরই অন্য একটি লক্ষ্য মনের সামনে তুলে ধরতে হবে। সাফল্যের সবচেয়ে বড়  কথা নিজের কাছে নিজেকে সৎ রাখা। আত্মসমীক্ষা বড় কঠিন কিন্তু এটা খুবই জরুরি।
CAT 


          নিজের দোষ  অন্যের ঘরে চাপাবে না, নিজের জীবনকে আয়ত্তের বাইরে ভাববে না। নিজেকে সবসময় পরিস্থিতির শিকার ভাববে না। একেবারে হাল ছেড়ে দেবে না, মনকে নমনীয় করে নিজের সৃষ্টিশীল মনকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই প্রকৃষ্ট পন্থা। আসলে ভয় , অজ্ঞতাকে করা উচিত। কিন্তু অনেকেই তা না করে "পাচ্ছে লোকে বোকা ভাবে"-- একথা ভেবেই  জিজ্ঞাসাবাদ করতে ভয় পায়।এসব অমূলক ভয় ঝেড়ে ফেলতে হবে। না জানাটা অপরাধ নয়, না জেনে সবজান্তার ভাঙি করাটা মারাত্মক। সম্মুখস্থ লোকের বক্তব্য না শুনে দ্রুত নিজ সিদ্ধান্ত গ্রহণ করা বাঞ্ছনীয় নয়।তাকে নিয়ে যথেচ্ছ ঠাট্টা বিদ্রুপ করা বা নিজের মতে অনড় থেকে তর্ক করা একদমই উচিত নয়। ব্যর্থ হলে ব্যর্থতার কারন অনুসন্ধান এবং অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে । সহানুভূতিপূর্ণ ব্যবহারই তোমার জয়ের সূচনা করবে। উদ্যমী তোমার প্রাণশক্তির মূল -- তোমার সাফল্যের জন্য তা জরুরি। সমস্যার পিছনের মূল কারন খুঁজে বার করতে পারলেই সমস্যার সমাধানের পথও পেয়ে যাবে। অন্যের প্রতি তোমার ব্যবহার তেমনি হয় উচিত যা তুমি অন্যের থেকে আশা কর।

                                                  আজ যদি আমরা আমাদের স্বপ্ন, শখ বা পেশা অনুসরণ করতে চাই তবে আমরা প্রথমে এটি বাহ্যিক পুরষ্কারের প্যারামিটারে পরীক্ষা করে দেখি। আমি কি অন্য কোনও পেশায় বেশি উপার্জন করতে পারি? এতে স্বীকৃতি পাওয়ার জন্য কি পর্যাপ্ত সুযোগ রয়েছে? আমি কি এই ক্ষেত্রে একটি নিরাপদ ভবিষ্যত এবং ভাতা পাবো ? ধরো তুমি  ইঞ্জিনিয়ার হিসাবে ভাল উপার্জন করছো । ইতিমধ্যে তুমি দেখতে পেয়েছো  যে তুমি ভাল রান্না করতে পারো  এবং তুমি তোমার  ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে  রান্নাটা বেশি উপভোগ করো । এখন তোমার  পেশার জন্য রান্নাটা বিকল্প হিসাবে থাকতে পারে। তুমি 
 ইতিমধ্যে সু-স্থিত পেশায় থাকায় তুমি তোমার আরামদায়ক অঞ্চল থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে না। এভাবেই বাহ্যিক পুরষ্কারের চাপ আমাদের জীবনকে সীমাবদ্ধ করে দেয়। আমরা গান, লেখায় বা খেলায়   যতই ভাল হই  না কেন, আমরা এগুলি পেশা হিসাবে ভাবি না।


কাউকে ছোট বা বড় বলেই ভেদ করবে না, বৃথা বাক্য ব্যয় করবে না, হঠকারী মানুষদের থেকে দূরে থাকবে” –  Swami Dayananda Saraswati
আসলে সুখ হলো একটা সোনার হরিণ, যার বাস বনে নয়, মনে | মনের মত মন থাকলে যেকোনো অবস্থাতেই সুখী হওয়া যায়, প্রাণ খুলে হাসা যায়”– Md. Lutfar Rahman Sarkar

কে কোথায় তার অসতর্ক মূহুর্তে কি কথা বলেছে, সেটা তার জীবনের পরম সত্য নয় | শুধু তাই দিয়েই বিচার করা চলেনা” – Saratchandra Chattopadhyay

অজ্ঞের পক্ষে নীরবতাই সবচেয়ে উত্তম পন্থা | এটা যদি সবাই জানতো, তাহলে কেউ অজ্ঞ হতো না” –  Shaikh Sadi

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |

No comments:

Post a Comment