প্রেরণা সিরিজ - ১৩ , PRERANA SERIES
- 13 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet
Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
প্রতিযোগিতাকে ভয় পাওয়া উচিত নয়।হার-জিত যাইহোক,তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মাঝে হাল ছেড়ে দিলে চলবে না। সুস্থ প্রতিযোগিতা মনের গুণগুলোকে টেনে বার করে। সহজে হার স্বীকার করবে না। যত প্রতিকূলতাই আসুক তাকে সর্বশক্তি আর উদ্যম দিয়ে লড়ে সফল ও সার্থক করতে হবে। প্রয়োজনে নিজেকে পরিবর্তিত করতে হবে। জীবনে অনেক সময় কিছু করতে ইচ্ছা করে না, অবসাদে মন ভেঙে পরে , মন পলায়ণমুখী হয়। এই মনকে দমন করতে হবে। সাফল্যের প্রথম ও গুরুত্বপূৰ্ণ তথ্য হল জীবন এবং তাকে নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজের। নিজের হতাশা ও বিফলতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে সময় নষ্ট না করাই ভালো।আমি নিয়মিত পড়াশুনা ও নিয়মিত অনুশীলন করেছি, কোনোরূপ ফাঁকি দিই নি ------এই আত্মপ্রত্যয় বিফলতার মধ্যেও আত্মতৃপ্তি দেয় ।
পড়ার অভ্যাস তৈরি করতে হবে।পড়লে জ্ঞান বৃদ্ধি পাবে, মানসিকতায় পরিবর্তন আসবে এবং নিজের জীবনের মূল্যায়ন করতে শিখবে। পড়ার মধ্যে দিয়ে অন্যান্য ব্যক্তিদের জীবনী থেকে প্রেরণা পাবে।পঞ্চদশ শতাব্দীর মহান দার্শনিক ফ্রান্সিস বেকন বলেছিলেন--"পড়ার দ্বারা সম্পূর্ণ ব্যক্তি গড়ে উঠে, আর লেখা দ্বারা অব্যর্থ হয়ে ওঠে"। জ্ঞানযোগে স্বামী বিবেকানন্দ বলেছেন "সত্যে বিশ্বাসী হইতে সাহসী হও । সত্য অভ্যাস করিতে সাহসী হও । সাহসী হওয়া বড় কঠিন। এই সাহসিকতা অভ্যাস কর যাহা মৃত্যুকে স্বাগত বলিতে পারে। জগতের অনন্ত শক্তি তোমার ভিতরে আছে। যে কুসংস্কার তোমার মনকে আবৃত করিয়া রাখিয়াছে তা দূর করিয়া দাও। সাহসী হও "।
![]() |
THE SECRET |
অনুপ্রেরণার শক্তি আমরা সকলেই জানি । আমরা যখন উদ্ধ হই ,তখন কোনো স্বপ্নই আমাদের পক্ষে খুব বড় হয় না। প্রেরণায় জীবনের স্বপ্ন পরিণত হয়, যা তোমাকে, তোমার স্বপ্নগুলো অর্জন করতে সাহায্য করবে। তাই বলছি তুমি তোমার স্বপ্ন ঠিক করো আর অনুপ্রাণিত হও এবং তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাও । নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা কোরো না, এখনই শুরু করো। আমাদের যখন স্বপ্ন থাকে , তখন আমাদের একটা আবেগ থাকে, তাই তখন আমরা সেটা পরিপূর্ণতার সাথে করতে আগ্রহ প্রকাশ করি। যখন আমাদের কিছু লক্ষ্য থাকে , আমরা এটি একটি বিস্ফোরণ দিয়ে শুরু করতে চাই । আমরা রাতারাতি তারকা হয়ে উঠতে চাই। আমরা অতি স্বত্বর সেরা হয়ে উঠতে চাই। কিন্তু এগুলি সময় সাপেক্ষ , সময়ের সাথে সাথে এটা আরও ভালো হয়। তাই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো। নিখুঁত করার প্রয়াস, প্রায়শই তোমাকে শুরু করার আগে থামিয়ে দেয় এবং তোমার স্বপ্ন অধরা থেকে যায়।
“ভীড় সবসময় সেই রাস্তাই অনুসরণ করে যেই রাস্তা সোজা বলে মনে হয়, কিন্তু এর মানে সর্বদা এই নয় যে ভীড় সবসময় সঠিক রাস্তাই অনুসরণ করবে | নিজের রাস্তা নিজে খুঁজে বার করো , কারণ তোমাকে তুমি নিজে ছাড়া আর অত ভালোভাবে কেউ চেনে না”
“সবকিছুই, কিছু না থেকে শুরু হয়েছিল”
“দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে, যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাবো”
“যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে ‘তুমি কে’ | কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে” – Bill
Gates
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও|তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
No comments:
Post a Comment