Tuesday 3 September 2019

How to Improve Your Motivational Skill, Series 26 (Prerana)

প্রেরণা সিরিজ - ২৬ ,  PRERANA SERIES - 26    (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
                                                  আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় 
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


                              Blog on Tour & Travel ( Non-Highlighted Place )


                         মন প্রকৃতি থেকে আনন্দ এবং দুঃখের উপকরণ বয়ে আমাদের সামনে হাজির করে। দুঃখে আমরা হয়ে পড়ছি ভারাক্রান্ত এবং তার ফলে আমরা অভাববোধ অনুভব করছি , ক্রমে আমরা হয়ে পড়ছি ক্লান্ত,গতিহীন। তাই এই যন্ত্রনা থেকে মুক্তির জন্য চাই স্পষ্ট ধারণা এবং নিষ্ঠাসহ  ধারাবাহিক অনুশীলন যা আমাদের সমস্যা সমাধানে শক্তি যোগাবে।

                           আমরা মানুষ, আমাদের জ্ঞান , বুদ্ধি,বিবেক আছে। তাই আমাদের উচিত সমস্যায় উতালা না হয়ে তা জ্ঞান , বুদ্ধি  এবং বিবেকের দ্বারা বিশ্লেষণ করে অসন্তোষ নিবারণ করা। জীবনে সমস্যা আছে এবং থাকবেও। অযথা আকাঙ্খা না করাই  উচিত। অন্যের ব্যাথার সমব্যাথী হওয়া  উচিত। সবাইকে মনেপ্রাণে ভালোবাসতে হবে এবং তাদের মঙ্গল কামনা করতে হবে। সকলের সাথে প্রীতিপূর্ণ ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে ক্রোধ থেকে মোহ  , মোহ  থেকে স্মৃতিবিভ্রম ,স্মৃতিবিভ্রম থেকে বিচার বুদ্ধি লোপ এবং তার ফলে জীবনে আসে নানা সমস্যা। শুভবুদ্ধিসম্পন্ন সকল  ব্যক্তির সমাজের প্রতি একটা দায়িত্ব  থাকা উচিত। তাদের উচিত প্রত্যেকের এবং সমাজের বদ্ধ মনের দরজা উন্মুক্ত  করার।
Bengalis 
                      জীবনের প্রতি মুহূর্তেই আছে নানান সমস্যা , কিন্তু ভুললে চলবে না যে আমাদের ভিতরেই আছে দুর্যোগ জয়ের অসীম শক্তি। আমরাই জীবজগতের সবচেয়ে উত্তম প্রাণী। মনের তালে তাল না মিলিয়ে , জীবনের নানা ঘটনা প্রবাহ শান্ত ভাবে গ্রহণ করার চেষ্টা করলে ভালো থাকার সুযোগ বাড়ে। পারিবারিক বা সামাজিক নানা ঘটনা প্রবাহে আমাদের আশয়তা,অস্থিরতা, বিরক্তি ,বিতৃষ্ণা বৃদ্ধি পায়। তারফলে ব্যাহত হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। তাই অযথা  বিচলিত না হয়ে অবস্থা খুব শান্তভাবে এবং সহজভাবে গ্রহণ করার পাশাপাশি ভাবতে হবে যে  এটা মনের স্বাভাবিক ধৰ্ম। কিছু সময় পর মন স্বাভাবিক  অবস্থায় ফিরে আসবে। 
                      অনাড়ম্বর জীবন যাপন করলে মন শান্ত থাকে এবং ভালো থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সব কিছুই  মনকে দিয়ে। মনেই বাধা, মনেই মুক্ত। সব সময় সৎ  চিন্তা করা উচিত কারন আমাদের মন সর্বদা যা চিন্তা করে আমরা তাই হয়ে যাই। আমরা আমাদের মন সম্পর্কে যত বেশি জানতে পারবো ততই আমরা সুবিধা লাভ করতে সমর্থ হব। মনকে এক ধরনের কাজের মধ্যে ফেলে রাখা ঠিক নয়। নতুন নতুন অবস্থা ও কাজে মনকে নিয়োগ করা জরুরি। এর ফলে মন গতিময় ও আনন্দে থাকে।

                         প্রায়শই আমরা আমাদের মেজাজের দাস হয়ে যাই। তোমার কিছুটা সময় থাকলেও, তুমি  অজুহাত দাও যে তোমার  পড়াশোনার মেজাজ নেই। তোমার কখনোই  মেজাজের উপর নির্ভর হওয়া উচিত নয়। যদি তুমি  সিদ্ধান্ত নিয়ে থাকো তবে উঠে পরো,নিজের প্রতিশ্রুতি মত। তোমার  কথার মূল্য রাখো। তুমি  যদি তা না করো  তবে তুমি  নিজের এবং নিজের স্বপ্নের সাথে প্রতারণা করছ। তুমি  যদি মুডের জন্য অপেক্ষা করো ,তবে তুমি  কিছুই অর্জন করতে পারবে না। তোমার  মন অবশ্যই জেনে নেবে যে এটি কাজ করতে নামার সময়। পার্ল এস বাক বলেছিলেন ,"যদি আপনি একবার অজুহাত তৈরি করেন, প্রকৃতি আপনাকে বিলম্ব করার আরও দুটি কারণ দেবে। আপনি যদি একটি পদক্ষেপ নেন, প্রকৃতি আপনাকে সাহায্য করার জন্য আরও দুটি পদক্ষেপ নিয়ে আসবে "।


প্রকৃতির সর্বত্র আমাদের মাথা গলে না | এমন অনেক স্থান আছে যেখানে বুদ্ধি অন্ধকারে হাতড়াইয়া মরে, হৃদয় আপন আলোকে পথ দেখায়” – Balendranath Tagore
অতীতকে মুছে ফেলার শ্রেষ্ট উপায় হলো, স্থান পাল্টানো –  Sanjib Chattopadhyay

অক্ষম আর দূর্বলেরাই বেশি লম্ফো-ঝম্ফো করে, বলবানেরা বলের প্রমান দেয় –  Md. Yunus Ali
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ আমাকে গ্রহণ করো উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনীচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ আমাকে আর কি বেদনা দেখাবে?” –  Rudra Mohammad Shahidullah


জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে

No comments:

Post a Comment