Tuesday 12 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১৩(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-113(Prerana)]

কোন কোন বিপদ, মুক্তির উছিলা মাত্র৷ 
প্রেরণা সিরিজ ১১৩,PRERANA SERIES-113 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয়   নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



সন্তানের সুসংস্কারের পুরো দায়িত্ব মাতা-পিতার ফলে সে স্বাদই থাকে যা বৃক্ষ তাকে দেয়, পিতা মাতা সন্তানের বৃক্ষ স্বরূপ, মাতা-পিতার সুসংস্কারে সন্তানের উত্তম চরিত্র নির্মাণ হয়।সন্তানের ভবিষ্যৎ সুখী করে তোলার চেষ্টা এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য, যাদের আপনিই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি-বা হতে পারে। কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয়না? মাতা-পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবি কি আজকের সমস্ত কর্মের মূল নয়?
সংস্কার আর শিক্ষার থেকে তৈরী হয় মানুষের চরিত্র, অর্থাৎ মাতা-পিতার নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করে তেমনই হয় তাদের ভবিষ্যৎ, কিন্তু তবুও অধিকতর মাতা-পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণ কার্যের কথা ভুলেই যায়।যে মাতা-পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাদের সন্তানদের কোন লাভ হয়না। কিন্তু যে মাতা-পিতা নিজের সন্তানদের ভবিষ্যৎ নয়, তার চরিত্র নির্মাণ করে সেই সন্তানের প্রসস্থি বিশ্ব সংসার করে।
সততাও_ধৈর্যের_এক_গল্প | একটি পুকুরে ছিল দুটো মাছ ৷ বর্ষার মরসুমে জলের স্রোতের সাথে তারা চলে আসলো একটি জমিতে ৷ সুখেই কাটছিলো তাদের সংসার ৷ কিছুদিন পরেই জল নেমে গেলো ৷ আটকা পড়ে গেলো মাছ দুটো জমিটির ভিতর ৷ আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের৷ স্ত্রী মাছটি বললো- হায় এখন কি হবে আমাদের? আমরা তো জলের অভাবে মরে যাবো ৷ স্বামী মাছটি বললো- ঈশ্বরের কৃপা থেকে নিরাশ হয়ো না , তিনি নির্ধারন করে রেখেছেন কিভাবে আমরা মারা যাবো৷ তার উপর ভরসা রাখো, এদিকে ঐ জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে ৷ মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো ৷ তার মাকে দিলো রান্না করতে ৷ রাখালের মা বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কুটতে ৷ এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বললো- এবার কি হবে? এখনতো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে৷ স্বামী মাছটি আবারো একই কথা বললো , ধৈর্য্য ধারন করো ,এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে ঘরে গেলো, ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেলো মাছ দুটো৷
এখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বললো- এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বললো- এতোগুলো বিপদ থেকে যে ঈশ্বর আমাদের বাঁচালেন তিনি বাঁচাবেন ৷ ভরসা হারিয়ো না ৷ এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিলো তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো, আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছদুটো পড়ে গেলো পাখির পা থেকে ৷ এভাবেই তারা ছোট পুকুর থেকে এসে পড়লো বিশাল নদীতে৷ ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছদুটো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালো৷ সকল অবস্থাতেই ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে৷ জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment