Wednesday 8 April 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১০৭(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-107 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১০৭,PRERANA SERIES-107 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয়   নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? উচ্চতর ডিগ্রি দিয়ে কি হবে যদি অন্তরে গীতার জ্ঞান না থাকে? সম্পদ দিয়ে কি হবে যদি তা জনগনের  সেবায় না লাগে? পৃথিবীর সবকিছু পেলেও কি হবে? যদি, মানুষ  না হন ? সুতরাং, এখন থেকেই আমাদের হৃদয়ের সব কালো অন্ধকার সনাতনের দিব্য আলোয় আলোকিত করা উচিৎ। যে পথ সত্যের, মানবিকতার, দয়ার ও ভালবাসার সেই পথেই মানুষের  পাশে থাকা যায় । অসৎ পথ অন্ধকারের, আর অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না।। তাই সৎ পথে চলুন, সত্য কথা বলুন এবং সৎ কর্ম করুন সদা সর্বদাই মানুষ  আপনার পাশে থাকবেন। সৎ পথে চলা হয়তো একটু কষ্ট হবে কিন্তু জয় একদিন আপনারই হবে। 

জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরুপ ত্যাগ করে দুধের সাথে  মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারনে নিজের স্বরুপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে? তাই দুধকে যখন ফোটানো হয়,তখন জল বলে,এবার আমার বন্ধুত্ব পালন করার পালা,তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরন করবো! তাই জল আগেই শেষ হয়ে যায় , যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরন করতে দেখে, তখন দুধ উথলে উঠে  আগুনকে  নেভানোর চেষ্টা  করে,কিন্তু  যখনএকটু জলের ফোটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায় ! কিন্তু এক ফোটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে! তাই বন্ধুত্বের মাঝে কখনোই "অম্লত্ব " আসতে দেবেন না,কারন, সামান্য অম্ল গভীর বন্ধুত্ব ফাটল ধরাতে পারে! 

কার কাছে কত কোটি টাকা আছে, কটা গাড়ী আছে, কটা মহল আছে সেটা বড় কথা নয় , দরকার তো দুটো রুটি আর জীবন তো একটাই.। তাহলে কিসের অহংকার! শুধু ভাবুন,আপনি কতটা সময় খুশীতে কাটিয়েছেন,আর কতজনকে খুশী বিতরন করতে পেরেছেন। "নিন্দা " তারই হয় যিনি বেঁচে  আছেন,কারন মৃত্যুর পর তারই গুনগান করা হয়। গল্পটা একটু বড় হলেও এটাই বাস্তব। সব ফুল যেমন পূজায় লাগে না সব টাকাও তেমন ভগবানের সেবায়  লাগে না। গাছে তো ফুল অনেকই ফোটে তার কোনো ফুল মরা মানুষের সাথে শ্মশানে যায়, আবার কোনো ফুল গাছেই শুকিয়ে ঝরে পরে, আবার কোনো ফুল সুন্দর মালা হয়ে ভগবানের গলায় যায়। কোনো ফুল ফোটার পর বলতে পারে না কোথায় তার স্থান হবে।

যেই ব্যক্তি চরিত্রবান এবং সংস্কারি হয়, সে কাদায় ফোটা পদ্মের মতো হয়! যে তার সুগন্ধ চারপাশে ছড়িয়ে দেয়! সেরকম অপরদিকে সংস্কারহীন ব্যক্তি গোলাপের ফুলে থাকা কাঁটার মতো হয় , যারা এত সুন্দর সমাজে থেকেও তাদের খারাপ কাজ করে যায়! কেননা মানুষকে তাদের ধর্ম আর জাতি দিয়ে নয়, বরং তাদের কর্ম ও চরিত্র দিয়ে চিনতে হবে, বুঝতে হবে! একটা কাক যতই উঁচু টিলার ওপর উঠে বসুক না কেন, সে কখনোই চিল হতে পারবে না! সেরকম একটা লোক কতটা মহান, সেটা তার কোয়ালিটি, সংস্কার ও চরিত্র নির্ধারণ করে! আমাদের দুষ্ট লোকেদের তাদের কর্ম ও চরিত্র দেখে চিহ্নিত করতে হবে! তাদের ধর্ম ও জাতি দেখে নয়!

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment