Monday 21 September 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১৪৬(অনুপ্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-146 (AnuPrerana)]

 জীবনকে আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে ভাবুন। 

অনুপ্রেরণা সিরিজ - ১৪৬,ANUPRERANA SERIES-146 (Motivational & Inspirational)

লেখক – প্ৰদীপ কুমার রায়।

 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

 

আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

 শান্তি কার বা না চাই? মানুষ যুদ্ধও তো শান্তির জন্যই করে, আর সন্ধিও। আপনাদের মধ্য থেকে কেউ কেউ বলবেন যে সামনে এগোনোর জন্য সর্বদাই সংঘর্ষ যথার্থ নয়, সন্ধির পথই যথার্থ। কারণ শক্তিশালী কে পরাস্ত করতে আমাদের শক্তিরও একটা সীমাবদ্ধতা থাকে, সেই শক্তি যা আমরা উন্নতি ও ক্রমবিকাশের জন্য লাগাতে পারি। কিন্তু শক্তিশালী লোকের সাথে মিত্রতা করার পুর্বে এটা জেনে নেওয়া আবশ্যক নয় কি যে শক্তিশালী লোকের মানসিকতা কি? এই সংঘর্ষ থেকে বাঁচতে গিয়ে আমরা একটি বড় উৎপাতের জন্ম দিচ্ছি  না তো? কারণ সর্পের সাথে মিত্রতা আপনাকে শান্তি দেয় কি?  সর্প কে এই অবসর অবশ্যই দেয় যে একদিন সে আপনাকে দংশন অবশ্যই করবে।

 অতিরিক্ত আবেগ মানুষকে বোকা বানিয়ে দেয়, হিতাহিতজ্ঞানশূন্য করে দেয়, তাইতো সে ঠিক ভুলের ফারাকটুকু ভুলে যায় এবং সে ভেবে নেয়, সে যা করছে কিংবা বলছে সবটাই ঠিকআর এই ঠিকভুলের জায়গা থেকেই সে তার জীবনের বড় ভুলগুলো করে ফেলে যা পরবর্তীতে বোঝার পরেও আর কিছু করার থাকেনা। তাই জীবনকে আবেগ দিয়ে নয় বাস্তবতা দিয়ে ভাবুন। দেখবেন অনেক জটিল সমস্যাও সমাধান হয়ে গেছে। জীবন অনেকটা বই এর পাতার মতো প্রতিটি পাতায় কিছু না কিছু লেখা আছে, খুশী হতে পারে আবার বেদনাও হতে পারে। কিন্তু আপনি যদি পাতা পরিবর্তন নাই করেন তাহলে  জানতেই পারবে না  যে পরের পাতায় কি লেখা আছে ,তাই এগিয়ে চলুন ......

দূর থেকে আমাদের সামনের সকল রাস্তা বন্ধ বলে নজরে আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে, যখন আমরা সেটার অনেক কাছে পৌঁছে যাবো। যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদে ছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল | নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মত ধৈর্য্য | কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না। ভীড় সবসময় সেই রাস্তাই অনুসরণ করে যেই রাস্তা সোজা বলে মনে হয়, কিন্তু এর মানে সর্বদা এই নয় যে ভীড় সবসময় সঠিক রাস্তাই অনুসরণ করবে। নিজের রাস্তা নিজে খুঁজে বার করুন, কারণ আপনাকে আপনি নিজে ছাড়া আর অত ভালোভাবে কেউ চেনে না। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ সফল হতে আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। সবকিছুই, কিছু না থেকে শুরু হয়েছিল। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে, সেই হচ্ছে আপনজন। 

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকেপোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Mahabharate Ki Ki Tathya Chinhita Achhe Ja ajo Pransangik?

No comments:

Post a Comment