Wednesday 23 September 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১৪৮(অনুপ্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-148 (AnuPrerana)]

 হাসিমুখে থাকুন , কারণ এটাই মানুষ হওয়ার প্রকৃত পরিচয় l কোনো পশু কখনো হাসতে পারে না l 

অনুপ্রেরণা সিরিজ - ১৪৮,ANUPRERANA SERIES-148 (Motivational & Inspirational)

লেখক – প্ৰদীপ কুমার রায়।

 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

 


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনাকে নির্নয় করেছেন। নিজে নিজেকে সম্মান করেন। কেউ আপনার জন্য  অপেক্ষা করে না, এটা মন থেকে মুছে ফেলুন। মনে করুন, এসব আপনার দরকারই নাই। নিজের সাথে সময় কাটান। লাইফস্টাইল চেঞ্জ করে ফেলুন। মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ কারও নয়। সময়ের স্রোতে বাবা মাও  আপনার জীবন থেকে দূরে পাড়ি দেবে  ।

যদি আপনি একজন শিক্ষক হন আর আপনি যদি হাসিমুখে শ্রেণীকক্ষে প্রবেশ করেন তাহলে দেখবেন আপনার সেই হাসি ছাত্রদের মুখে ছেয়ে গেছে l যদি আপনি একজন ডাক্তার হন আর হাসিমুখে রোগীর চিকিত্সা করেন তাহলে দেখবেন আপনার রোগীর আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেছে l যদি আপনি একজন গৃহিনী হন এবং হাসিমুখে ঘরের কাজ করেন , তাহলে দেখবেন আপনার পরিবারে খুশীর মহল তৈরী হয়েছে l আর যদি আপনি গৃহকর্তা হন এবং এবং সমস্ত কাজের শেষে হাসিমুখে ঘরে ফেরেন , দেখবেন আপনার ঘরে খুশীর পরিবেশ সৃষ্টি হয়েছে l যদি আপনি একজন ব্যবসায়ী হন এবং হাসিমুখে আপনার কর্মক্ষেত্রে প্রবেশ করেন দেখবেন আপনার কর্মচারীদের মনের চাপ অনেক কম হয়ে গেছে এবং আপনার কর্মক্ষেত্র খুশীতে ভরে উঠেছে l যদি আপনি একজন দোকানদার হন এবং হাসিমুখে আপনার গ্রাহককে সম্মান করেন , দেখবেন গ্রাহক খুশী হয়ে আপনার দোকান থেকেই জিনিস ক্রয় করছে l

কখনো পথ চলতে চলতে কোনো অচেনা লোকের দিকে হাসিমুখে তাকান , দেখবেন আপনার হাসির ছোঁয়া তার মুখেও লেগে আছে l তাই সবসময় হাসিমুখ রাখুন ,কারণ হাসিতে কোনো পয়সা লাগে না ,হাসি হলো খুশী আর সম্পন্নতার প্রতীক l মুখে হাসি রাখুন , কারণ আপনার হাসি অন্য আরেকজনের চেহারাতেও হাসি নিয়ে আসবে l সবসময় হাসুন , কারণ এই জীবন আর দ্বিতীয়বার পাওয়া যাবে না l  হাসুন , কারণ ক্রোধের সঙ্গে দেওয়া কোনো আশীর্বাদও খারাপ লাগে কিন্তু হাসিমুখে কটুবচনও কটু লাগে না l আপনি হাসুন , কারণ এই পৃথিবীর প্রতিটা মানুষ ফুটন্ত ফুলের সমান হাসিখুশী চেহারা পছন্দ করে l হাসুন , কারণ আপনার হাসি কোনো একজনের খুশীর কারণ হতে পারে l সবসময় হাসিমুখ রাখুন , কারণ পরিবারে সুসম্পর্ক তখনই থাকে যখন আমরা একজন অপরজনকে হাসির বিনিময় করতে পারি l আর সবথেকে বড় কথা হলো -হাসিমুখে থাকুন , কারণ এটাই মানুষ হওয়ার প্রকৃত পরিচয় l কোনো পশু কখনো হাসতে পারে না l  তাই নিজে হাসুন এবং অন্যের মুখেও হাসি ফিরিয়ে আনুন  কারন  এই হলো প্রকৃত জীবন l  আনন্দই জীবন l

আপনি  যে কষ্ট ভোগ করিতেছেন  সেটা আপনারই কৃতকর্মের ফলl ইহা দ্বারা এটাই প্রমানিত হয় যে আপনাদের দ্বারাই এই দুঃখ কষ্ট দুর হইবে, আপনি  যাহা সৃষ্টি করিয়াছেন  তাহা আপনিই ধ্বংস করিতে পারেন  অতএব উঠুন , সাহসী হন , বীর্যবান হন l সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করুন , জানিয়া রাখুন  আপনিই আপনার  অদৃষ্টের সৃষ্টিকর্তা।  আপনি যে শক্তি বা সহায়তা চান  তাহা আপনার  ভেতরেই রহিয়াছেl ~ স্বামী বিবেকানন্দ 

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকেপোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

মানবতার পূজারী স্বল্প পরিচিত ভারতীয়ের কাহিনী

No comments:

Post a Comment