Thursday 5 March 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৯৪(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-94(Prerana)]

প্রেরণা সিরিজ - ৯৪,PRERANA SERIES-94(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


জীবনের প্রতিটা মুহূর্ত খুব মূল্যবান। গতকাল ইতিহাস, আগামীকাল অজানা, কিন্তু আজকের দিনটা অর্থাৎ এই ক্ষণ  আমাদের উপহার। ভিক্ষা দিতে না পারো ,খারাপ ব্যবহার কোরো না। সাহায্য করতে না পারো , নিরাশ কোরো না। উপকার করতে না পারো, ক্ষতি  কোরো না। ভালোবাসতে যদি না পারো তবে, ঘৃণা কোরো না। বাস্তবে বিজয়ী সেই মনুষ্য , যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে। 
জীবনের ৬ টি নীতি- 
১. প্রার্থনা করার আগে - বিশ্বাস করো। 
২. কথা বলার আগে -  শোনো। 
৩. খরচ করার আগে -  উপার্জন করো। 
৪. কিছু বলার আগে -  চিন্তা করো। 
৫. হাল ছাড়ার আজে - চেষ্টা করো। 
৬. মরার আগে - বাঁচতে শেখো।

আমাদের জীবনে চলার পথে অনেক মুহূর্ত আছেযখন আমাদের মনে হয় আমাদের দ্বারা আর কিছু হবে নামানসিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়িমনে হয় যেন দেয়ালে পিঠ ঠেকে গেছে   নিজের উপর নিজের আত্মবিশ্বাস হারিয়ে যায়যতদূর চোখ যায়মনে হয় সামনেটা অন্ধকার, আগামী দিনে কি হবে কিছুই বোঝা যাচ্ছে না এমন  সময়এমন হতাশাগ্রস্থ হওয়ার পর মহাপুরুষ বা মনীষীদের কিছু বানী আমাদের জীবনের মূল্য জীবন বোধকে পরিশীলিত করে ।   আমরা আমাদের জীবনে চলার পথে পেয়ে যেতে পারি নতুন উদ্যমআমরা পেতে পারি আমাদের হারিয়ে যাওয়া সেই মানসিক শক্তি আমরা পেতে পারি নতুন পথের দিশা

একটি পুকুরে ছিল দুটো মাছ ৷ বর্ষার মরসুমে জলের স্রোতের সাথে তারা চলে আসলো একটি জমিতে ৷ সুখেই কাটছিলো তাদের সংসার ৷ কিছুদিন পরেই জল নেমে গেলো ৷ আটকা পড়ে গেলো মাছ দুটো জমিটির ভিতর ৷ আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের ৷ স্ত্রী মাছটি বললো - হায় এখন কি হবে আমাদের ? আমরা তো জলের অভাবে মরে যাবো ৷ স্বামী মাছটি বললো- ধৈর্য্য ধরো , নিরাশ হয়ো না , আমরা কিন্তু এখনো বেঁচে আছি, মরার আগে মরতে নেই।  নিজের  উপর ভরসা রাখো।  এদিকে ঐ জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে ৷ মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো ৷ তার মাকে দিলো রান্না করতে ৷ রাখালের মা বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কুটতে ৷ এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বললো-এবার কি হবে? এখনতো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে৷ স্বামী মাছটি আবারো একই কথা বললো , ধৈর্য্য ধারন করো। এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে ঘরে গেলো, ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেলো মাছ দুটো ৷ এখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বললো- এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বললো-  ভরসা হারিয়ো না ,আমরা কিন্তু এখনো বেঁচে আছি, মরার আগে মরতে নেই। এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিলো তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো, আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছদুটো পড়ে গেলো পাখির পা থেকে ৷ এভাবেই তারা ছোট পুকুর থেকে এসে পড়লো বিশাল নদীতে ৷ ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছদুটোর আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বেড়ে গেলো  ৷ গল্পটির শিক্ষা: সকল অবস্থাতেই নিজের উপর ভরসা রাখতে হবে ৷ কোন কোন বিপদ, মুক্তির ও উন্নতির উছিলা মাত্র ৷

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। 
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে। 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment