Saturday 7 March 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৯৬(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-96(Prerana)]

প্রেরণা সিরিজ - ৯৬,PRERANA SERIES-96(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


এটা বুঝতে হবে যে অতীতে যা কিছু ঘটেছিলো , আজকে যা ঘটছে তারই প্রস্তুতির জন্য আর এখন যা কিছু ঘটছে তা ভবিষ্যতের পথ প্রস্তুত করার জন্য। সত্যকার ব্যাপার হলো ,মানব আধারের আর সব অংশের মতো মনেরও বিশ্রাম চাই, আর এই বিশ্রাম পাওয়া যাবে না , যদি না আমার জানি তা কি করে পাওয়া যায়। মনকে কি করে বিশ্রাম দিতে হয় তা শেখবার জিনিষ। একটি উপায় হলো মনের কাজ বদলানো। কিন্তু সবচেয়ে ভালো বিশ্রাম হতে পারে নীরবতায়। যখন ইচ্ছামতো মনকে নীরব করতে পারা  যাবে তখনি সকল  সমস্যার সমাধান হবে। আসলে এই জ্ঞান থাকা দরকার যে জানবার সত্যকার উপায় হলো মানসিক নীরবতায় এবং সেখান থেকে যা আসে তা গ্রহণ করার সামর্থে। 

আজ যে তোমাকে ঠকাচ্ছে , খোঁজ নিয়ে দেখো ,তোমার মতো সেও কারোর কাছে অনবরত ঠকে  যাচ্ছে। ধৈর্য্য ধরো, শান্ত থাকো , কথা কম বলো, খুব পরিশ্রম করে যায়, সময় তোমারও  আসবে। দেখো আমরা কি শুনি যে, স্বর্গে সবকিছু আছে কিন্তু মৃত্যু নেই, গীতায় সবকিছু আছে কিন্তু মিথ্যা নেই, পৃথিবীতে সবকিছু আছে কিন্তু সন্তুষ্টি নেই আর আজকের মানুষের সবকিছু আছে কিন্তু ধৈর্য্য নেই। না সুখ কিনতে পাওয়া যায়, না দুঃখ বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়। জীবনে নিজের কোনো কিছু নিয়ে কখনো অহংকার করো না , মনে রেখো পাথর যখন জলে ডোবে তখন সে নিজের ভারেই ডোবে। নিজেকে কখনও নিরাশ হওয়ার অনুমতি দিয়ো না। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মতো ধৈর্য্য। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব নয়। 

জগতে ইচ্ছা শক্তির কাছে সবকিছুই তুচ্ছ ইচ্ছাশক্তির জোরে একজন পঙ্গু পাহাড় ডিঙাতে পারে কথা অনেকেই জানেন   যে মানুষের ইচ্ছা শক্তি বা মানসিক শক্তি যেমনতার জীবনের গতিও তেমন সুতরাং মনের মধ্যে ইচ্ছা শক্তি জমিয়ে রাখতে হবে । আমি একটি বড় কাজ করবকিন্তু কোন পরিশ্রম করব না এটা কোন ভাবেই সম্ভব না   কোন বড় এবং মহৎ কাজ করতে গেলে দরকার অপরিসীম ধৈর্য এবং কঠিন পরিশ্রম করার মানসিকতা   সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকা সুতরাং কঠিন পরিশ্রম করা বড় কাজ করার প্রথম শর্ত । মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার মনের মধ্যে দুর্বলতা এভারেস্টে উঠার মত সক্ষমতা থাকলেও, ‘ আমি উঠতে পারব কি পারব না’  এরকম দ্বিধাদ্বন্দ্ব থাকলেমনের মধ্যে দুর্বলতা চলে আসে আর এই মানসিক দুর্বলতা তাকে কোনদিনও সেই এভারেস্টের চূড়ায় উঠতে দেবে না দুর্বলতা এমন একটা জিনিসযা মানুষকে তার নিজের ক্ষমতার উপর সন্দেহ প্রবণ করে তোলে তাই কোন মানুষের মধ্যে দুর্বলতা থাকা তার সব থেকে বড় দোষ  

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস , সেটি হচ্ছে অজুহাত ! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে , সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না —- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে । একটি লক্ষ্য ঠিক করো । সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো । চিন্তা করো , স্বপ্ন দেখো , তোমার মস্তিষ্ক , পেশী , রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও , আর বাকি সবকিছু ভুলে যাও । —–এটাই সাফল্যের পথ ।সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা । তুমি  যা করছো  , যদি ভালোবাসো  এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো  , তাহলে সেটা হাতের নাগালে পৌঁছোবে । কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন । ভাবো  আর ভাবো , আসলেই তুমি  কি করতে  অথবা তৈরি করতে চাইছো  । আকাশের দিকে তাকাও । আমরা একা নই । পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ । যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব ।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন 
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment