Friday 6 March 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৯৫(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-95(Prerana)]

প্রেরণা সিরিজ - ৯৫,PRERANA SERIES-95(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


পৃথিবীতে আজ পর্যন্ত যত সত্যি কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটি সত্যি কথা হল “অহঙ্কার পতনের মূল”! আত্মবিশ্বাসের অভাব যেমন মানুষকে চেষ্টা করা থেকে বিরত রাখে, তেমনি অতি আত্মবিশ্বাস বা অহঙ্কারও মানুষকে চেষ্টা ও শেখা থেকে বিরত রাখে ! হয়তো একজনের অংকে দারুন ভালো মাথা ! খুব সহজেই সে অংক বুঝতে পারে ! কিন্তু এটা যদি তার মাথায় বসে যায় যে, তার অনুশীলনের দরকার নেই সে এমনিতেই পারবে , তাহলে ধীরে ধীরে সে এই গুণ হারিয়ে ফেলবে ! কারণ, আপনি যতই প্রতিভাবান হোন না কেন, নিয়মিত চর্চা না করলে সেই প্রতিভা মরে যাবে ! এছাড়া, অহঙ্কারী মানুষকে কেউ পছন্দ করে না ! তাদের সাথে কেউ কাজ করতে চায় না, এবং তাদের কেউ সুযোগ দিতে চায় না ! এমন অনেক মানুষই আছেন যাঁরা প্রতিভার কারণে প্রাথমিক ভাবে সফল হয়েছেন, কিন্তু অহঙ্কারের কারণে তাঁরা সেই সাফল্য ধরে রাখতে পারেন নি ! অহঙ্কার মানুষকে তার নিজের ভুল ত্রূটি  দেখতে দেয় না ! ইগো তাকে অন্ধ করে দেয়, সে যতটা বড়, নিজেকে তার চেয়েও বেশি বড় করে দেখতে শুরু করে ! কারও পরামর্শ এরা নেয় না I মনে করে নিজেই সবচেয়ে ভালো বোঝে !

আজ পর্যন্ত যত ক্ষমতাবানের পতন হয়েছে, তারা আসলে ক্ষমতায় থাকতে থাকতে এতটাই অহঙ্কারী হয়ে গিয়েছিল যে, তারা মনে করত তারা কোনও ভুল করতে পারে না ! এটাই তাদের পতন ডেকে এনেছে ! আবার অনেক সাধারণ মানুষের মাঝেও এই দোষ আছে ! যে নিজের ভুল স্বীকার করেনা, নিজের কমতি বোঝে না, তার পক্ষে উন্নতি করা অসম্ভব ! এই ধরনের মানুষ দিন শেষে ব্যর্থ হবেই ! অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নেয়াও অহঙ্কারের একটি প্রকাশ ! তারা ভাবে, তারা যা করেছে ঠিকই করেছে ! অন্য মানুষের ভুলের কারণে তারা ব্যর্থ হয়েছে ! এটা ভেবে নিয়ে তারা একই ভুল আবারও করে ! প্রতিটি ব্যর্থতা আর ভুলের জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করায় কিন্তু নিজের কোনও ভুল স্বীকার করে না ! এরাই মূলত ব্যর্থতার চক্র থেকে কখনওই বের হতে পারে না !

যে মানুষরা কর্মচঞ্চল থাকে, তাদের বেশি কথা বলার সময় থাকেনা কথায় বলে,  “খালি কলস নড়ে বেশিআর ভরা কলস নড়ে কম  একটু উদাহরণ দিলে দেখা যাবেপাহাড়ি নদী গুলো যখন পাহাড় থেকে নেমে আসেতখন তাদের জলের গভীরতা কম থাকে এবং শব্দ হয় বেশি কারণ পাথরগুলো পরস্পর নড়াচড়া করে কিন্তু বিশাল নদীযেখানে জলের গভীরতা অনেক, সেখানে শব্দ থাকে না কারণ সেটি পাথরগুলোকে শুধু নাড়ায় নাএকেবারে ভাসিয়ে নিয়ে যায়। একজন আত্মবিশ্বাসী মানুষ যা খুশি করতে পারে এমনকি সে অসম্ভবকে সম্ভব করতে পারে  শাস্ত্র থেকে শুরু করে বুদ্ধদেব -সবাই বলেছেন, যার আপনার সঙ্গে পরিচয় ঘটেতার মনুষ্য জন্ম সার্থক তাই সবকিছু জানার আগে নিজেকে জানতে হবে   নিজে কি করতে পারা যায়সেটাই আগে জানতে হবে তাহলেই জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে  

বন্ধুরা, কিছু বিদ্বান বলেছেন যে সাফল্য কেবলমাত্র পরিশ্রমের আগে অভিধানে পাওয়া যায় । কঠোর পরিশ্রমের অর্থ কেবল শারীরিক পরিশ্রম নয়, কঠোর পরিশ্রম শারীরিক এবং মানসিক উভয়ই হতে পারে। অভিজ্ঞতা বলে যে মানসিক কঠোর পরিশ্রম শারীরিক পরিশ্রমের চেয়ে মূল্যবান। কিছু লোক লক্ষ্যটিকে অনেক বড় করে তোলে তবে কঠোর পরিশ্রম করে না এবং তারপরে তাদের লক্ষ্যগুলি পরিবর্তন করে চলে। এ জাতীয় লোকেরা কেবল পরিকল্পনা করে রাখে। কঠোর পরিশ্রম এবং উত্সর্গের সাথে, সবচেয়ে কঠিন কাজটি সহজ হয়ে যায়। তুমি  যদি লক্ষ্যটি অর্জন করতে চাও তবে তোমাকে মাঝখানে যে প্রতিবন্ধকতাগুলি আসবে  তা কাটিয়ে উঠতে হবে, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং বারবার চেষ্টা করতে হবে।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি।প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment