Friday 7 February 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৭৪(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-74 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৭৪,PRERANA SERIES-74 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে  শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয়নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম। আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



ভয় পেয়ে না। ভয় তোমাকে কারারুদ্ধ করবে। তাই ভয় পেয়ো না। ভয় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় , তাদের প্রকৃত মৃত্যুর অনেক আগেই। ভয় পেলে জীবনে কোনো আনন্দই বেঁচে থাকে না, বেঁচে থাকে না কোনোরকম স্বপ্ন , সেক্ষেত্রে যারা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নগুলোও মৃত্যু বরণ  করে একরাশ ভয়ে ।  নতুন করে একবার সাহস হিসাবে জন্মাও  , ভিতর থেকে শক্তিশালী হও , কোনো  মুহূর্তেই দুর্বল অনুভব করবে  না।  ভয় দূর করতে তোমার কোনো বন্ধু বা পরিবারের সদস্যের সাহায্যের দরকার নেই।  তোমার যেটা দরকার , সেটা হলো সাহস এবং নিজেকে অটুট রাখার ক্ষমতা, যেটার  উপর দাঁড়িয়ে তুমি  তোমার গন্তব্যস্থলে পাড়ি  দেবে।  সাহস হলো এমন কিছু --যখন অন্যরা বলবে না , কিন্তু তুমি বলবে হ্যাঁ , যখন অন্যরা ছেড়ে দেবে , কিন্তু তবুও তুমি চলতে থাকবে।  সাহস  মানে যখন তুমি সাফল্যের সিঁড়ি চড়বে , অন্যরা তখন নিচে দাঁড়িয়ে অবাক হয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে। সাহস মানে যখন তুমি রপ্ত করে নেবে একটা  সিংহের মতো চরিত্র ,যেটা সব সময় বলবে হ্যাঁ আমি পারবো । যখন একে  একে তোমার চারপাশের মানুষেরা ভীত হবে , কিন্তু তখনও  তুমি লড়াই চালিয়ে যাবে--তোমার স্বপ্নের জন্য, তোমার লক্ষ্যের জন্য। সাহস মানে যখন তোমার চলার পথ হয়ে উঠবে কঠিন থেকে কঠিনতর , তখন  তুমিও হয়ে উঠবে কঠিনতর থেকে কঠিনতম এবং চলতে থাকবে বীরের মতো। 

তখন কোনও দিন কেউ তোমাকে আটকাতে পারবে না। আটকাতে পারবে না, কারন তখন তুমি তোমাকে  নিয়ন্ত্রণ করতে শিখে গেছো , শিখে গেছো কীভাবে তুমি নিজেকে  ব্যবহার করবে  । তোমার  সিদ্ধান্ত তোমার  জীবনে  আশীর্বাদ হয়ে নেমে আসবে  । তোমার  সিদ্ধান্ত বদলালেই সব বদলে যাবে । কারণ তুমি তোমার  আশা, তোমার  স্বপ্ন, তোমার সম্ভাবনা, তোমার আত্মবিশ্বাস, তোমার সাহস সবকিছু  বুঝতে পারবে আর সঠিক  সিদ্ধান্ত নিতে পারবে।  অজুহাত খাড়া করবে না, অন্য কোনও ব্যক্তিকে বা অন্য কোনও জিনিসকে দোষারোপ করবে না । তোমাকে তোমার  অহংকারে নিয়ন্ত্রণ পেতে হবে  । তোমার বিষয়ের  সবকিছুর দায়িত্ব সেটা ভালোই হোক বা খারাপই  হোক, তা তোমাকেই নিতে হবে।  তোমার ভুলের দায়িত্ব নিতে হবে , তোমার সমস্যার মোকাবিলার দায়িত্ব নিতে হবে  এবং তারপর ঐ সব সমস্যা ও ভুলের  সমাধানও তোমাকেই করতে হবে।   তোমার  কাজের দায়িত্ব নাও , তোমার  দলের দায়িত্ব নাও , তোমার ভবিষ্যতের  দায়িত্ব নাও, এবং তোমার জীবনের দায়িত্বও  নাও। প্রেরণার প্রথম উৎস হচ্ছে সিদ্ধান্ত, দ্বিতীয়  উৎস হচ্ছে পরিকল্পনা, এবং তারপরই দেখবে কি মিরাকেল তোমার জীবনে ঘটছে। 

সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়। কিন্তু যা কিছু বলছ তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। গাছ থেকে যখন আপেল পড়ল তখন সবাই বলল, গাছ থেকে আপেল পড়েছে। কিন্তু সব মানুষের মধ্যে এক ব্যক্তিই শুধু জানতে চাইল কেন আপেলটি পড়েছেআর তার মাধ্যমেই আবিষ্কৃত হল তিনটি সূত্র।  জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর। এতে তোমার চলার পথ যেন থেমে না যায় বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি কর সাফল্যের সিঁড়ি। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। আত্মতৃপ্তিতে ভোগা সংকীর্ণ জ্ঞানের পরিচয়। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায়। যদি নিজে নিজেরবিবেককে বড় মনে কর তবে শত্রু সৃষ্টি হবে আর যদিহৃদয়কে বড় কর তবে বন্ধু বৃদ্ধি হবে। যার ভুল হয় সে মানুষ , আর যে ভুলের উপর স্থির থাকে সে শয়তান।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment