Saturday 22 February 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৮৬(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-86(Prerana)]

প্রেরণা সিরিজ - ৮৬,PRERANA SERIES-86(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।





নিজের ব্যাক্তিত্ব , বৈশিষ্ট্য,স্বাতন্ত্র্য , সারাদিনের সমস্ত কাজ কর্মের সমস্ত চিন্তাভাবনায় তন্ময় হতে পারলেই তার মহাভাব ও মহাশান্তি তোমরা অনুভব করতে পারবে। সংগ্রাম-সংঘর্ষের ভিতর দিয়েই মানুষের শক্তি জাগ্রত হয়। সাহসের সঙ্গে যে-কোনো প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে  উদ্যগী হও। সর্বদা আহারে ,পোশাকে,বাক্যে ও কার্য্যে নিজের স্বাতন্ত্র্যতা রক্ষা করতে হবে। সংযমই হলো মানুষের মেরুদন্ড। মেরুদন্ড ভেঙে গেলে মানুষ যেমন বাঁচতে পারে না , সংয্মহারা হলেও মানুষ তেমনি বাঁচতে পারবে না। সংযমই স্বাস্থ্যের মূল, সংযমই সুখ, শান্তি ও শক্তির উৎস। সংযমই উদ্যম, উৎসাহ,অধ্যাবসায় আনে। সংযমই মানুষকে দৃঢ়তা ও কষ্টসহিষ্ণুতা দান করে। কাহারো কোন আনভীপ্সিত ব্যবহারে মন বিব্রত বা অশান্ত হলে তার প্রতি উপেক্ষার ভাব অবলম্বন করে চলতে হবে, তাহলে কোনো মানসিক কষ্ট থাকবে না। চঞ্চল মনকে শান্ত ও সংযত করার একমাত্র উপায় -জীবনের লক্ষ্য ও আদর্শের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখা। আত্মমর্যাদাকে কখনও হারানো চলবে না। সংকল্প,সাধন বা প্রতিজ্ঞা পালনের জন্য যে কোনো দুঃখ - দৈন্য - দুর্বিপত্তিকে সানন্দে বরণ করে নিতে হবে। মানুষের শক্তির প্রকাশ হয় কার্য্যের দায়িত্বের মধ্য দিয়ে। মনের বিশ্রামই হলো তপস্যা।  

যে কোনও কিছুই অর্জনের জন্য আপনার কেবল দুটি জিনিস প্রয়োজন, প্রথমটি হ'ল সংকল্প এবং দ্বিতীয়টি হ'ল স্থায়ী সাহস। যাইহোক, যখন আপনার প্রফুল্লতা সংগ্রামের পথে ভাঙতে শুরু করে, তখন এমন একজন ব্যক্তির প্রয়োজন হয় যিনি আপনাকে আবার দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করতে পারেন। সে কারণেই আজ আমরা আপনাকে সফল এবং মহান ব্যক্তিদের দ্বারা প্রদত্ত সাফল্যের মূল উপাদানগুলির মধ্যে কিছু বলতে যাচ্ছি, যারা তাদের কঠিন সময়ে তাদের শক্তি তৈরি করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। যদি কোনও ব্যক্তি  মনে করে যে তাদের  সাথে যা ঘটে  তা তাদের  হাতে নেই, তবে সেই ব্যক্তির উচিত এই ভুল ধারণাটি (ভুল বিশ্বাস) পরিবর্তন করা।বেশিরভাগ লোক কোনও কাজ করার আগে বার বার  চিন্তা করে যে কাজটি করলে  লোকেরা তার সম্পর্কে কী ভাববে বা কী বলবে। তাই তারা কোনও সঠিক  সিদ্ধান্ত নিতে পারে  না। এ জাতীয় লোকেরা পরে আফসোস করে। অতএব, খুব বেশি চিন্তা করবে না, তুমি  যা সঠিক মনে করেছ  তা করো , কারণ খুব কমই এমন কোনও কাজ হবে যা সমস্ত লোক একসাথে পছন্দ করবে।

যে মানুষের মানসিক শক্তি যেমন, তার জীবনের গতিও তেমন। আবারো সেই নদীর গভীরতার মতই - যে নদীর গভীরতা যত  বেশি তার শক্তি তত বেশি, তত জোড়ে ও তত দুরে সেই নদী বইতে পারে। আর তেমনই যে মানুষের মানসিক শক্তি যত  বেশী তার জীবনের গতি ও গভীরতা ততটাই বেশি। যে কোনো বড় কাজ সারতে গেলে লাগে একাগ্রতা,  আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত   তার পেছনে লেগে থাকার মত ধৈর্য্য।কঠোরপরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। দুর্বলতা এমন একটি জিনিস যা মানুষকে তার নিজের ক্ষমতার ওপর সন্দেহপ্রবণ করে তোলে। কোনো মানুষের এভারেস্টে চড়ার ক্ষমতা থাকলেও দুর্বল চিত্ত তাকে সেই কাজ ককরার থেকে থামিয়ে রাখে ।তাই কোনো মানুষের মধ্যে দুর্বলতা থাকাই তার সব থেকে বড় দোষ। দূরের জিনিস দেখতে যতই সুন্দর হোক না কেন, কাছের জিনিসের থেকে বেশি মূল্যবান নয়। দুরের জিনিসটি আপনি চাইলেই যে পাবেন তার কোনো নিশ্চিন্ততা নেই, কিন্তু আপনার কাছে যে জিনিসটি রয়েছে সেটা আপনার কাছে এখনই রয়েছে তা চলে যাওয়ার কোনো রকম অবস্থা নেই।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment