Tuesday, 7 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬৬(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-66 (Prerana)]

প্রেরণা সিরিজ ৬৬, PRERANA SERIES-66(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                            আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
                                    নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



বেশ কিছু ভালো ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পায়  না, শুধুমাত্র তাদের সঠিক পরিকল্পনার অভাবে । যে-কোনো পরীক্ষায় বসার আগে পরীক্ষার খুঁটিনাটি বিষয় আগে ভালো করে জেনে নিতে হবে।  বিগত ৫-৬ বছরের প্রশ্নগুলি ভালো করে দেখে নিতে হবে এবং এখন থেকেই  একটি পরীক্ষা থেকে আর একটি পরীক্ষার সতন্ত্রতা বিচার করে নিতে হবে। পরীক্ষায়  পাশ করার জন্য মোটামুটি কত নম্বর পাওয়া দরকার সেটিও জানা দরকার, তা বুঝতে পারা  যাবে বিগত কয়েক বছরের কাট অফ মার্ক্স্ থেকে। যে সব জায়গায় তোমাদের দুর্বলতা আছে, সেগুলিকে চিহ্নিত  করে তার সংশোধনে সচেষ্ট হতে হবে। আত্মবিশ্বাস আর ব্যতিক্রমী পরিকল্পনাই তোমাকে সাফল্য এনে দেবে।

সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। ছাত্রছাত্রীরা পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর জানলেও সময়ের এভাবে অব উত্তর দিতে পারে না। সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথম থেকেই সে দিকে নজর দিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় সমস্ত পরীক্ষাতেই দু ধরনের প্রশ্ন আসে। কিছু তুলনামূলকভাবে সহজ, আর কিছু প্রশ্ন আসে যেগুলির উত্তর করতে গেলে লাগে গভীর জ্ঞান। আর এই দুধরনের প্রশ্নের উত্তরই যারা সঠিকভাবে দিতে পারবে তারাই সাফল্যের শেষ হাসি হাসবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে।

একটা কথা মনে রাখতে হবে যে শুধু একালে নয়, সব কালেই সব দেশেই জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে অনেক বাধা বিঘ্নের  মুখোমুখি হতে হয়। তাই বলে ছোটদের সুকুমার বৃত্তিগুলি থেকে বঞ্চিত করা উচিত নয়। তাদের সহজাত গুনের উন্মেষে সহায়তা করতে হবে, আর তাহলেই তাদের মনের বিকাশ , মননের বিকাশ , বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে। তখনি সে নিজের জীবনের লক্ষ্য নিজেই স্থির  করবে এবং নিজেই বিবেচনা করবে কিভাবে লক্ষ্যে পৌঁছাবে। এতেই গড়ে উঠবে আত্মবিশ্বাস আর তার ফলেই কেরিয়ার তৈরির সাঁতারে একলাই সামিল হবে এবং হাবুডুবু খেতে খেতে পেরিয়ে যাবে  অথৈ নদী। ঠিক তখনই অনুভব করবে সাফল্যের তৃপ্তি।
BEYOND 2020
  • এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে –জন ক্লার্ক
  • মনুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না –মার্শাল
  • পরিবর্তন মানে প্রগতি। প্রগতিই জীবন। –রাহাত খান
  • সুন্দর ভাবে বাচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ –জে জি হুইটিয়ার
  • জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। –ফ্রাম্কলিন
  • মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। –সক্রেটিস
  • আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান –লিথা গোরাম
  • খাটি সরল ও সুস্থ হচ্ছে সেই মন, যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে। –স্যামুয়েল জনসন
  • জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো। –জর্জ আর্নল্ড
  • মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে –লিও টলষ্টয়
  • আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রামই হল জীবন –উইলিয়াম হ্যাজলিট
  • কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। –মানিক বন্দ্যোপাধ্যায়
  • গৌরবময় জীবনের একটি মুহুর্ত সাধারণ জীবনের বিরাট অংশ হতে অনেক বেশি মূল্যবান –স্কট
  • ‘সময়’ হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। –শ্রোডিঞ্জার
  • জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই –ইমারসন
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


No comments:

Post a Comment