প্রেরণা সিরিজ - ৬৫,PRERANA SERIES -65 (Motivational & Inspirational)
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
লেখক – প্ৰদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
সন্তান পৃথিবীতে পা রাখা মাত্রা বাবা-মায়ের ভাবনা শুরু। কি করে কোন স্কুলে ভর্তি হবে থেকে সেই ভাবনার শুরু। স্কুলের গন্ডি পার হওযা মাত্র তার কেরিয়ার নিয়ে মা-বাবার টেনশন তুঙ্গে ওঠে। কি পড়লে চটজলদি চাকরি পাওয়া যায়, কেমন করে এগোলে সহজে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব -- এমন সব নানান চিন্তায় অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েন। অভিভাবক থেকে ছাত্রছাত্রী সবার একটাই চিন্তা, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে।
দারিদ্র কখনো বড় হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না। দারিদ্রের শেষপ্রান্তে যাদের পিঠ ঠেকে গিয়েছে, তাদের মধ্যেই জন্ম নেয় ঘুরে দাঁড়ানোর স্পৃহা, কিছু করে দেখানোর আকাঙ্খা , বড় কিছু করার স্পর্ধা বা সাহস , ঝুঁকি নেওয়ার মতো অদম্য ইচ্ছা । এগুলি সবই বাস্তব , কোনোটাই স্বপ্ন নয়। সরকারি বা বেসরকারি চাকরির বাজারে প্রথম কথাই হল প্রতিযোগিতা। আসলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কেবল মেধা থাকলেই হবে না। প্রয়োজনে সুনিদিস্ট অনুশীলন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে না পারলে সাফল্য পাওয়া সম্ভব নয়। চাকরি প্রার্থীদের প্রথম থেকেই স্কুল-কলেজের পড়াশোনা করার মতোই কঠোর অনুশীলন করতে হবে আর তা হলেই সাফল্য একদম হাতের মুঠোয়।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে গেলে দিনে ৬-৭ ঘন্টা পড়াশুনা করা যথেষ্ট নয়, তার সঙ্গে দরকার সঠিক প্রস্তুতি , সঠিক পরিকল্পনা এবং সময় জ্ঞানে নিখুঁত থেকে সঠিক প্রশ্নচয়ন । তাই প্রথম থেকেই তোমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা খুব সহজেই সাফল্যের মূল স্রোতে চলে আসতে পারো। দিনের পর দিন , শূন্য পদের থেকে প্রতিযোগীর সংখ্যা বেড়ে চলেছে। আর তোমরাও দিনের পর দিন সরকারী চাকরির পরীক্ষায় বসছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছ না। এমতাবস্থায় সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। ইটা সঠিক যে, তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারো , তাহলে কোনোদিনই সাফল্যের চূড়ায় উঠতে পারবে না। তাই এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যে যদি একটি শূন্য পদ থাকে, তাহলে সেই শূন্যপদটিই তোমার জন্য হয়।
![]() |
DURGESHNANDINI |
"কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি, পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি আর কাঁচের চুড়ি ভাঙার মতই অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি"। –সুনীল গঙ্গোপাধ্যায়
"ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার, ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার ,ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই"। — সুনীল গঙ্গোপাধ্যায়
ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে, ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি ,মুর্গীহাটায় বেলুন কিনি ,বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি, ইচ্ছে করে লণ্ডভণ্ড করি এবার পৃথিবীটাকে ,মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমরা কিছু ভাল্লাগে না"। –সুনীল গঙ্গোপাধ্যায়
"যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়" –জর্জ বার্নার্ড শ।
"ভালো কাজ সবসময় কর। বারবার কর। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ"। –গৌতম বুদ্ধ
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই পিকেআর নেট ব্লগ - এর পক্ষ থেকে |
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
No comments:
Post a Comment