Friday 21 February 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৮৫(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-85(Prerana)]

প্রেরণা সিরিজ - ৮৫,PRERANA SERIES-85(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




বিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস হ'ল সময়। তবে বর্তমানে বেশিরভাগ লোক হতাশার জীবনযাপন করছে এবং তারা অপেক্ষা করছে যে তাদের জীবনে কোনও অলৌকিক ঘটনা ঘটবে, যা তাদের নিঃস্ব জীবনকে বদলে দেবে। বন্ধুরা, সেই অলৌকিক কাজটি আজ থেকে শুরু হবে এবং এখন যে ব্যক্তি সেই অলৌকিক কাজটি করবে সে তুমিই, কারণ তুমি ছাড়া আর কেউই সেই অলৌকিক কাজটি করতে পারবে  না। এই কাজ শুরু করার জন্য, তোমাদের  চিন্তাভাবনা এবং বিশ্বাসকে পরিবর্তন করতে হবে, কারণ , "আমাদের যা হয় তা আমরা বিশ্বাস করি"।সবার আগে,তোমাদের  ভুল বিশ্বাসটি পরিবর্তন করতে হবে যে তোমাদের  সাথে যা ঘটে তা ভাগ্যতে লেখা আছে। সর্বদা নিজের মধ্যে থাকো , নিজেকে প্রকাশ করো , নিজেকে বিশ্বাস করো , বাইরে গিয়ে সফল ব্যক্তিত্বের সন্ধান না করে তাদের মতো কাজ করো।

তোমাদের  জীবনে এমন অনেক মুহূর্ত আসবে , যখন তোমাদের  মনে হবে যে  তোমরা  তোমাদের মানসিক ক্ষমতার একেবারে তলানিতে এসে ঠেকেছ । সামনে জীবন কোনদিকে যাবে কিছু বোঝা যাচ্ছেনা; ভবিষ্যৎ অন্ধকার। এইরকম দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা সবার জীবনেই কখনো না কখনো আসে আর সেই সময়েই পরিচয় পাওয়া যায় যে তার শিরদাঁড়ার ক্ষমতার। যতদূর চোখ গেছে ততদূর নিশ্ছিদ্র অন্ধকার দেখা যায়, আর সেখান থেকে যে উঠে আসতে পারে, জীবন হয় তার। তারা জীবনকে তাদের নিয়ন্ত্রণে রাখে, জীবন তাদের নিয়ন্ত্রন করে না।  আর এমনি সময় আমাদের এমন কিছু সাথে পরিচিত ঘটে যা আমাদের জীবনের মূল্য জীবনবোধ কে পরিশীলিত করে। যে মানুষের কাজের তাগিদ বেশি, সেই মানুষ কম কথা বলবে , কারণ সে কাজে মনোনিবেশ করলে বাকি পৃথিবী তার কাছে শূন্য হয়ে যাবে। পাহাড়ি নদী  যার গতি বেশি তার বয়ে চলার শব্দও বেশি হয় কারন তার জলের পরিমান কম, জলই চলার পথের পাথরে ধাক্কা খায় বেশি সেই ধাক্কার আওয়াজ হয় বেশি; তবে বড় নদী যার গভীরতা যত  বেশি তার জলের পরিমাণও তত বেশি, ফলে সে নদীর রাস্তায় যত  পাথর বা বাধা বিপত্তি থাকে তাকে  সে তার তোড়ে ভাসিয়ে নিয়ে যায়।

এই পৃথিবীতে এমন কোনও স্থান বা গন্তব্য নেই যা মানুষের নাগালের বাইরে। বিল গেটস, স্টিভ জোভ, মাইকেল জ্যাকসন, শচীন টেন্ডুলকার, নেলসন ম্যান্ডেলা প্রমুখ সমস্ত সফল ও ইতিহাস-পরিবর্তনকারী মানুষ এই পৃথিবীতে ছিল, তুমি  কি জানো  যে এই সমস্ত মানুষের সাফল্যের রহস্য কি? এই লোকেরা বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নতুন মাত্রা  প্রতিষ্ঠা করে। তবে তাদের সবার সাফল্যের পেছনে কেবল একটি কারণ রয়েছে এবং তা হ'ল এই সমস্ত লোক কখনও ভাবেনি যে "আমি এই কাজটি করতে পারি না" , বরং তারা মনে মনে ভাবলেন যে "আমি কেবল এটিই করতে পারি এবং আমি এই কাজটি করার জন্যই  এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি"। তাঁদের  এই বিশ্বাস তাদেরকে  বিশ্বের অন্যতম সফল মানুষ হিসাবে গড়ে তুলেছিল। এই চিন্তাভাবনা এবং শক্তির ভিত্তিতে তারা  আবারও  সত্য প্রমাণ করেছিলেন যে একজন ব্যক্তি যা কিছু করতে পারেন, তা  তার  শক্তিশালী চিন্তাভাবনা এবং অটুট মানসিক শক্তি থেকেই সম্ভব ।

তাই বন্ধুরা, তুমি  যদি নিজের জীবনের জন্যও কিছু লক্ষ্য  তৈরি করে থাকো  তবে কিছু না ভেবে, কারও কথা না শুনে, সেই লক্ষ্য অর্জনের জন্য সমস্ত সাহস জোগাড় করো  এবং নিজের  মনে নিশ্চিত করো,  যে তুমি  এই লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কাউকে তোমাকে থামাতে দেবে  না।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment