Wednesday 12 February 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৭৭(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-77(Prerana)]

প্রেরণা সিরিজ - ৭৭,PRERANA SERIES-77(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

আমি জানি যে তোমরা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছো , এটা শুনতে শুনতে যে তুমি তোমার স্বপ্ন অর্জন করতে পারবে না বা জীবনে তুমি যেগুলো করতে চাও সেগুলো সবই তোমার ধারা ছোঁয়ার বাইরে। আমি জানি এগুলো শুনতে শুনতে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। আর তাই আজ আমি তোমাকে কিছু বলতে চাই, কারন আজকেই আমি চাই তুমি ঘুরে দাঁড়াও।  ঘুরে দাঁড়াও  তুমি যেগুলোকে বিশ্বাস করো তার জন্য , ঘুরে দাঁড়াও তুমি যেগুলোকে অর্জন করতে চাও সেগুলোর জন্য , ঘুরে দাঁড়াও তোমার স্বপ্ন রূপায়নের জন্য , ঘুরে দাঁড়াও তোমার লক্ষ্যের জন্য। অনেক সময় তুমি লড়াই করো তোমার পরিবারের জন্য , তুমি লড়াই করো তোমার বন্ধুদের জন্য ,কিন্তু তুমি নিজের জন্য লড়াই করো না।  কিন্তু আজ তোমাকে নির্দ্দিষ্ট করতে হবে যে তুমি লড়ছো তোমার নিজের জন্য।  হ্যাঁ , আমি জানি তোমাকে ওরা  বলেছে যে তুমি পারবে না, তোমার দ্বারা সম্ভব নয়, তুমি ছেড়ে দেবে এবং তুমি কখনোই অর্জন করতে পারবে না।  কেউই আশা করছে না যে তুমি করবে ,তখনই তুমি সেখানে যে কোনো মূল্যে পৌঁছাবে এবং অর্জন করবে আর প্রমান করবে যে ওরা  ভুল। প্রমান করবেই ওরা ভুল।মহত্ত্ব মানেই আর্থিক উন্নতি নয়, এটা তোমার সর্ব্বিক উন্নতি। এটা এমন কিছু যেটা নিয়ে অন্যরা সন্দেহে রয়েছে , এটা এমন কিছু যেটা সেই সন্দেহকারীদের শোনা এবং তাদেরকেই তাদের নিজেদের কথাগুলোকে গিলতে বাধ্য করা। আর এটা তুমি পারবেই। আমি তোমাকে আশ্বাস দিলাম , তুমি পারবেই  যদি তুমি তোমার সর্বোচ্চটা দাও। 

কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে, কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে, আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সূরে ডাকবে। তাই বলে তুমি সবার দিকে তাকাতে পার না, সবার হৃদয়ের সাথে হৃদয় মেলাতে  পার না, সবার কণ্ঠে কণ্ঠ দিতে পার না। জীবন চলার পথে বাধা  আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই, যেখানে বাধা   আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। কাউকে কটু কথা বলবে না। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে। তোমার পিঠে কেউ ততক্ষণ পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু কর। তুমি যতটা মূল্যবান ততটা সমালচানার পাত্র হবে। যে অধিকার আদায়ের পেছনে চেষ্টা চালানো হয় তা কখনই বৃথা যায় না।কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক: জ্ঞান দুই: ভদ্রতা।

বুদ্ধিুমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে--------------------------------প্লেটো।
যে দেশে গুণের সমাদর নেই সে দেশে গুণী জন্মাতে পারে না----------------------ডঃ মুহাম্মদশহীদুল্লাহ।
একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎচিত মুখের মধুর কথা অধিকতরসুন্দর------এমার্সন।
নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়--------------হেনরীডেজন।
বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া----------------------------------ওয়ান্ট হুইটম্যান।
সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে-----------------রাসকিন।
ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ---------------দেকার্তে
ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।----- স্পিনোজা
আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না । –-------------------------জোসেফ কনরাড

 জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন | এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment