Thursday 13 February 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৭৮(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-78(Prerana)]


প্রেরণা সিরিজ ৭৮,PRERANA SERIES-78(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় 
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog   স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।






মহান কাউকে দেখলেই আমরা ভাবতে থাকি যেন তারা বিশিষ্ট  কিংবা অসাধারণ, কিন্তু প্রকৃতপক্ষে তারাও তোমার মতনই। তাদের মধ্যে মহান কিছু ,যেটা তোমার মধ্যেও লুকিয়ে আছে , আর সেটাকেই তোমাকে বের করতে হবে। আজকেই  সেটাকে বের করতে হবে। আর সেটাকে বের করার একমাত্র রাস্তাই  হলো একটা ,  একটা পদক্ষেপ। তোমাকে নিতেই হবে একটা পদক্ষেপ, তোমার স্বপ্নের জন্য , সামনে এগোনোর জন্য। নিশ্চিত করো তুমি যা কিছু করছো --সেটার উদ্দেশ্য মহান।  সেটার উদ্দেশ্য সাফল্য , সেটার উদ্দেশ্য উন্নতি। আর তাই তুমি তোমার সর্ব্বোচ্চ মাত্রায় পরিশ্রম করছো। আজই , শুধুমাত্র আজই নয় , আজ থেকে প্রতিটাদিন ঘুরে দাঁড়াও। লড়তে থাকো প্রতিটা দিন। আর আমি তোমাকে বলে রাখছি কোনো কিছুই পারে না প্ৰকৃত পরিশ্রমকে হারাতে, সেটা আজকেই হোক বা অন্য কোনোদিন।  আজই সেই দিন ,যেদিন তুমি পারবে, আজই সেই দিন যেদিন তুমি সফল হবে, আজই সেই দিন যেদিন তুমি জিতবে,আজই সেইদিন যেদিন তুমি তোমার শত্রুর উপর দিয়ে হাঁটবে।  আর এভাবেই তোমার জীবনে তুমি সামনে এগোচ্ছো ।যখনই তুমি সেই ব্যক্তিতে পরিণত  হবে , তখন অন্যরা তোমাকে দেখবে আর বলবে ,ও যদি পেরে থাকে তাহলে আমিও পারবো, আমার দ্বারাও সম্ভব। হার মেনে নেওয়ার নাম জীবন নয়, লড়াই করে বেঁচে থাকত নামি জীবন। 

খেলায় হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনোই জিততে পারে না। সেই ব্যক্তি সবথেকে মূর্খ , যে ভাবে সংসারে শুধু দুঃখই আছে, মনে রাখবে সুখ বা দুঃখ এর নির্বাচন আমরাই করে থাকি। খারাপ সময়ে কিছু লোক ভেঙে পরে অথচ কিছু লোক রেকর্ড ভাঙ্গে। যে ছাত্র প্রশ্ন করে সে পাঁচ মিনিটের জন্য বোকা হয় আর যে প্রশ্ন করেই না সে সারাজীবনের জন্য বোকা হয়। তোমার স্বপ্নকে জীবিত রেখো , দেখো যেন তোমার স্বপ্নের প্রদীপ নিভে না যায়। লোকেদের কথায় কেন ভেঙ্গে পড়বে , বাচ্চাদের মতো লোকেরা অনেক কিছু বলে চলে যাবে।  যখন পরিস্থিতি বদলে যাবে তখন লোকেদের কথাও বদলে যাবে। খারাপ তারা নয় , যারা বলে তুমি কিছুই করতে পারবে না  বরং খারাপ তোমার মস্তিস্ক কারন কত সহজে তুমি তা বিশ্বাস করে নাও। হার জিৎ তোমার ভাবনার উপর নির্ভর করছে , জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষা করছে। 

যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর না যদি কিছু করতে চান তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। যতক্ষণ আপনি অন্যদের; নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতি গুলিকে দূর করতে একদমই পারবেন না।  নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবেনা। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে লেগে থাকার মত ধৈর্য্য।  কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব না। 

যাদের মূল্যবান উপলব্ধ বাণী তোমাদের  জীবনে আলো ফেলতে পারেতোমাদের  অন্ধকার মনে সূর্যোদয় ঘটাতে পারে , এমন কয়েকটি বাণী এখানে দেওয়া হল: –

১. ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক , তোমাকে নিয়ে হাসুক , তোমাকে আঘাত করুক , অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না । কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। --Apoorve Dubey
২. যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।
----Roy T. Bennett
৩. সহজে জেতার আনন্দ কোথায় ? বাধা যত বিশাল , বিজয়ের আনন্দও ততই বাঁধভাঙ্গা ।--Pele
৪. কখনো হাল ছেড়ে দিও না । এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারাজীবনের জন্য । --Muhammad Ali
৫. তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো , তাকে সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করো । এমন ভাবে করো,যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে করতে না পারে।--Martin Luther King Jr.
৬.আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি,কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না।-Michael Jordan
৭. কখনো ভেঙে পড়ো না । পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় , অন্য কোন রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। --Rumi

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটাতা আমরা কমবেশি  প্রত্যেকেই জানিপ্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

No comments:

Post a Comment