প্রেরণা সিরিজ - ২৫ , PRERANA SERIES - 25 (Motivational & Inspirational)
লেখক – প্রদীপ কুমার রায়।
আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog এ স্বাগতম।আশা করি সবাই তোমরা ভালোই আছো আর সুস্থ আছো।
Blog on Tour & Travel ( Non-Highlighted Place )
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায় তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
Blog on Tour & Travel ( Non-Highlighted Place )
বিংশ শতাব্দীর প্রথম ভাগে অস্ট্রিয়ার নিউরোলজিস্ট সিগমুন্ড ফ্রয়েড , প্রথম প্রমান করেন মানুষের মন বলে এক সজীব ও সক্রিয় বস্তু আছে, যা কিনা নানাভাবে আমাদের জীবনকে চালিত ও নিয়ন্ত্রিত করে। মনকে দিয়েই আমাদের জীবনের আনন্দ, উচ্ছ্বাস , উত্থান আবার অন্যদিকে এই মনকে ঘিরেই জীবনের দুঃখ ,জ্বালা, যন্ত্রনা, ব্যাথা-বেদনা, সংঘাত সর্বোপরি পতন। তাই মনকে বুঝতে হবে এবং তার স্বভাব সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। মন খুব দ্রুত চঞ্চল হয়। মন দ্রুত নানা আকর্ষণে আকর্ষিত হয়। মন অহং প্রকাশে সদাই ব্যস্ত থাকে। ব্যক্তি যদি বিশ্লেষক হন এবং তিনি যদি বিশ্লেষণ করেন মনের অবস্থান, তার প্রকৃতি ,তার ক্রিয়াকান্ড তবেই মিলবে প্রয়োজনীয় উত্তর । যিনি বিশ্লেষক তিনি মন ও বুদ্ধির অবস্থান সম্পর্কে জানতে পারবেন। স্থুল দেহ অপেক্ষা ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয় অপেক্ষা মন বড়, মন অপেক্ষা বুদ্ধি বড় এবং বুদ্ধি অপেক্ষা প্রাণ বা আত্মা বড়। অতএব ব্যক্তিজীবনে স্থুল দেহের স্থান সর্বনিম্ন এবং প্রাণশক্তি বা আত্মশক্তির স্থান সর্বোচ্চ ।
![]() |
BIOGRAPHY |
মন বশ করা বা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, কিন্তু অনুশীলন, চেষ্টা, বৈরাগ্যের দ্বারা মনকে বশে আনা সম্ভব । চাই নিষ্ঠা, একাগ্রতা এবং ধারাবাহিকতা। এর দ্বারাই মনের গতিবিধির খোঁজখবর পাওয়া যায় এবং তার দ্বারাই মনের উপর প্রভুত্ব করা সম্ভব হয়। আমাদের মনোরাজ্যে সব সময় চিন্তার বুনন চলছে। এটা আমাদের স্বভাবগত। তাই আমাদের উচিত চিন্তার বিষয়গুলি বুদ্ধির বিশ্লেষণে নিয়ে যাওয়া। যদি একটু পিছন থেকে চিন্তা করি তবে, সমস্যার উৎপত্তিস্থল আমরা খুঁজে পেতে পারি। যে ব্যক্তিরা তা পারেন না তারা জটিলতা তৈরী করে ফেলেন। কারন তারা চিন্তার একই জায়গায় বারবার ঘোরা ফেরা করেন।
প্রতিযোগিতা ভাল এবং প্রয়োজনীয় কিন্তু অহেতুক প্রতিযোগিতার মধ্যে না থাকাই ভাল। তাতে কিশোর কিশোরীদের তীক্ষ্ন সংবেদনশীল মন ক্ষতিগ্রস্থ হতে পারে। আমাদের প্রকৃতির মধ্যে আছে বিরুদ্ধ জয়ের শক্তি , আছে বুদ্ধিবল , আছে ভাব প্রকাশ করার ক্ষমতা। তাই আমরাই পারি বিরুদ্ধতা এবং প্রতিকূলতাকে জয় করতে।আমাদের আছে বুদ্ধির দ্বারা ঘটনা বিশ্লেষণের ক্ষমতা, প্রবল ইচ্ছাশক্তি, হৃদয়ের অসীম ক্ষমতা, ভালোবাসা,ত্যাগ, তাই আমরা জয়ী হবোই। স্বার্থপরতা , আত্মকেন্দ্রিকতা বা সংকীর্ণতার গন্ডি ছাড়িয়ে সামগ্রিক কল্যাণের কথা চিন্তা করতে হবে।
যে কোনও লক্ষ্য অনুসরণ করার আগে দু'বার ভাবো। যাইহোক, একবার যদি সিদ্ধান্ত নাও তাহলে এটি তোমার লক্ষ্য পূরণের প্রথম পদক্ষেপ হবে । তারপরে আর থামবে না । ছোট পদক্ষেপ তোমাকে ট্র্যাক রাখতে এবং তোমাকে এগিয়ে যাওয়ার জন্য বা অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট। তোমাকে আরও শক্তিশালী করতে চ্যালেঞ্জগুলি আসবে। শিখতে থাক এবং চালিয়ে যাও তাহলে একদিন না একদিন তুমি তা পেয়ে যাবে। মাইকেল জর্ডন বলেছিলেন, "বাধাগুলি আপনাকে থামাতে হবে না। আপনি যদি কোনও প্রাচীরের মধ্যে দৌড়ে যান তবে ঘুরে দাঁড়াবেন না এবং হাল ছাড়বেন না। কীভাবে এটি আরোহণ করা যায়, এর মধ্য দিয়ে যেতে পারেন বা এর চারপাশে কীভাবে কাজ করবেন তা নির্ধারণ করুন ”।
“তোমরা অতীতের দাস না হইয়া পূর্বপুরুষ গণের জ্ঞান রাশির প্রকৃত উত্তরাধিকারী হও” – Jagdish Chandra Bose
“তথ্য অনেক হয় কিন্তু সত্য একটাই হয়” –Rabindranath Tagore
“যখন আমি নিজের উপর হাসি, তখন আমার নিজের মনের বোঝা হ্রাস পায়” –Rabindranath Tagore
“উচ্চ শিক্ষা হলো সেটাই, যা আমাদের শুধু জ্ঞানই দেয়না বরং আমাদের জীবনে সদভাবও নিয়ে আসে” –Rabindranath Tagore
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।